স্থানীয় বাসিন্দা মোঃ সাদিকুল ইসলাম বলেন, “দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এলাকার রাস্তা বেহাল। নিত্যদিন রাস্তায় টোটো সহ অন্যান্য যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। তবুও প্রশাসনের পক্ষ থেকে রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। রাজনৈতিক টানাপোড়নের জেলায় আমাদের গ্রামে রাস্তা হচ্ছে না।”
আরও পড়ুনঃসাতসকালে শ্যুট আউট! গুলিতে ঝাঝরা দেহ, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল যুবক! বাড়ছে আতঙ্ক
advertisement
মালদহের মানিকচক ব্লকের গোপালপুর পঞ্চায়েতের ভবানীপুর থেকে গোপালপুর সহবোতটোলা এলাকার রাস্তার এমন হাল। প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এরকমই জল কাদায় ভরে থাকে।
সুখা মরশুমে চলাফেরা করা গেলেও বর্ষার মরশুমে কাদা ও জলের উপর দিয়ে চলাফেরা করা খুব বিপজ্জনক হয়ে ওঠে। রাস্তার মাঝে মাঝে রয়েছে বড় বড় গর্ত মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে ছোট থেকে বড় গাড়ি। গ্রামবাসীরা জানিয়েছেন রাস্তা খারাপ জন্য এই এলাকায় কোন উন্নয়ন হচ্ছেনা।
আরও পড়ুনঃরেললাইনে ছিটকে পড়লেন পরিযায়ী শ্রমিক, পিষে দিল ট্রেন! মালদহের পরিবারে অন্ধকার
প্রতিদিনই এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ চলাফেরা করে এই রাস্তা দিয়ে, রাস্তা বেহাল থাকায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনা। মুহুর্ষ রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। বর্ষার মরশুমে খুদে পড়ুয়ারা স্কুলে যেতে সমস্যায় পড়ে।
রাস্তা তৈরির জন্য এলাকার বাসিন্দারা বহুবার প্রশাসনের কর্তাদের জানিয়েছেন কিন্তু বিভিন্ন টালবাহানায় রাজনৈতিক টানাপোড়েনের জেরে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন হয়েছে। এবার হয়ত রাস্তা হতে পারে, এই অপেক্ষায় এখন গ্রামের বাসিন্দারা।
এলাকার বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন, “গোপালপুর পঞ্চায়েত এলাকার রাস্তা সত্যি খুব খারাপ। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে আমরা টাকা পেয়েছি। সে টাকার অধিকাংশই গোপালপুর পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজের জন্য ব্যবহার করা হবে।”
যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্রুত এই রাস্তা তৈরীর কাজ করা হবে। এই এলাকার রাস্তা তৈরীর জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
হরষিত সিংহ





