Malda News: রেললাইনে ছিটকে পড়লেন পরিযায়ী শ্রমিক, পিষে দিল ট্রেন! মালদহের পরিবারে অন্ধকার
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Malda News: মিজোরামের ভয়াবহ দূর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ভিনরাজ্যে মৃত্যু হল মালদহের পরিযায়ী শ্রমিকের
মালদহ: মিজোরামের ভয়াবহ দূর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ভিন রাজ্যে মৃত্যু হল মালদহের পরিযায়ী শ্রমিকের। আবার রেলের কাজে গিয়েই মৃত্যুর ঘটনা। এবার অসমে রেল লাইনের উপর ইলেকট্রিক লাইনের সংযোগের কাজ করার সময় উপর থেকে ছিটকে পড়ে এক শ্রমিক। নিচে পড়লে চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিকের বলে জানা গিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদহে শ্রমিকের পরিবারে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম ছোট্টু মমিন। বাড়ি মালদহের মানিকচক থানার এনায়েতপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দুই মাস আগে অসমে শ্রমিকের কাজে গিয়েছিলেন। অসমের জোরহাট জেলায় রেল লাইনের কাজ চলছে। সেখানেই তার সংযোগের কাজ করছিল ছোট্টু। সোমবার রাত নাগাদ পরিবারের লোকেরা জানতে পারে দূর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
advertisement
advertisement
জানা গিয়েছে, উপরে কাজ করার সময় হঠাৎ নীচে পড়ে যায় ছোট্টু। সেই সময় একটি চলন্ত ট্রেন তাঁকে ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরপর মালদহে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে। মৃতের বৌদি আমিনূর বিবি বলেন, সন্ধ্যা নাগাদ আমরা খবর পাই কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আমার দেওরের। রেল লাইনের টাওয়ারের কাজে গিয়েছিল। এলাকায় কাজ না থাকায় বাইরে কাজ করতে যেতে হচ্ছে আমাদের পরিবারের পুরুষদের। কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল আমার দেওরের।
advertisement
পরিযায়ী শ্রমিক থেকে তাদের পরিবারের একাংশ দাবি তুলছে এলাকায় সরকারিভাবে কোনও কাজের ব্যবস্থা করা হোক, তাহলে বাইরে আর যেতে হবে না তাদের কাজ করতে।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 12:41 PM IST