TRENDING:

Malda News: আবারও দুর্নীতি আবাস যোজনায়, তদন্তের পরেও নাম বাদ একাধিক উপভোক্তার, তদন্তে প্রশাসন

Last Updated:

আবাস যোজনা প্রকল্পের যোগ্য। তাই সরকারি তদন্তে নাম ছিল তালিকায়। কিন্তু তদন্তের পর স্থানীয় পঞ্চায়েত সদস্যকে টাকা না দেওয়ায় তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুললেন উপভোক্তারা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ:  আবাস যোজনা প্রকল্পের যোগ্য। তাই সরকারি তদন্তে নাম ছিল তালিকায়। কিন্তু তদন্তের পর স্থানীয় পঞ্চায়েত সদস্যকে টাকা না দেওয়ায় তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুললেন উপভোক্তারা। তালিকা থেকে নাম বাতিল করার বিষয়টি জানতে পেরে প্রশাসনের দারস্থ হয়েছেন উপভোক্তারা।
advertisement

অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মালদহের কালিয়াচক এক নম্বর ব্লকের কালিয়াচক - ১ নম্বর পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকা জুড়ে। স্থানীয় তেতরুলটোলা গ্রামের পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর বিরুদ্ধে এমনি অভিযোগ তুলেছেন তালিকা থেকে বাদ পড়ে যাওয়া উপভোক্তারা।

আরও পড়ুন: বন্য শুয়োর চাষ করা ভুট্টা খেয়ে সাফ করে দিচ্ছে, মাথায় হাত কৃষকদের

advertisement

উপভোক্তাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত মেম্বার ও তার স্বামী তাঁদের কাছ থেকে টাকা চেয়েছিলেন। দিতে না পারায় তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। জানা গিয়েছে তেতরুলটোলা গ্রামে বেশ কিছু পরিবারের নাম আবাস যোজনা প্রকল্পের তালিকায় ছিল। জেলা জুড়ে আবাস যোজনা নিয়ে সার্ভে হয়। সেই সময়েও প্রকৃত উপভোক্তাদের নাম তালিকায় রাখা হয়। অভিযোগ, তারপরেই স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী কাটমানির দাবি করে। দিতে না পারায় আবাস যোজনার তালিকায় নাম থাকা ১৭ জন প্রকৃত উপভোক্তার নাম বাদ দিয়ে দেয়।

advertisement

আরও পড়ুন: বিরাট সুখবর! দোলে উত্তরবঙ্গ যাওয়ার স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, জানুন বিস্তারিত

তাঁদের প্রত্যেকের কাঁচা বাড়ি রয়েছে,  পাকা বাড়ি পাওয়ার কথা। তবে আশ্চর্যের বিষয় আবাস প্লাস তালিকায় নাম থাকা সত্ত্বেও সেই তালিকা থেকে ১৭ জন উপভোক্তাদের নাম রাতারাতি বাদ পড়ল কিভাবে। পাশাপাশি, ওই গ্রামের দুই থেকে তিন জন প্রকৃত উপভোক্তার আবাসের তালিকায় নাম এসেছিল কিন্তু প্রাপ্য টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে উপভোক্তারা ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও সেলিম হাবিব সরদার বলেন, এই ধরনের অভিযোগ লিখিতভাবে পেয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনরায় ঘটনার তদন্ত করা হবে। অভিযোগকারীদের বাড়িতে গিয়ে সার্ভে করবেন প্রশাসনিক কর্তারা৷ অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: আবারও দুর্নীতি আবাস যোজনায়, তদন্তের পরেও নাম বাদ একাধিক উপভোক্তার, তদন্তে প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল