TRENDING:

Malda News: কেন্দ্রীয় দল ফিরে যেতেই পড়ুয়াদের পাতে মাংস-ফল

Last Updated:

কেন্দ্রীয় দল ফিরে যেতেই মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়ছে মাংস, ফল! বড় চমক মালদহের স্কুলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া, রান্না করা খাবারের মধ্যে টিকটিকি পড়ে যাওয়ার মত একাধিক অভিযোগ উঠেছে মালদহে। এই সংক্রান্ত বিতর্কের মধ্যেই মিড ডে মিলের খাবারের মান পরিদর্শন করতে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় দল। সেই দল মালদহ জেলাতেও পৌঁছেছিল। তারা খাবারের মান যাচাই করে ফিরে গিয়েছে। আর তারপরই কার্যত জেলার পড়ুয়াদের ভাগ্য খুলে গিয়েছে। কেন্দ্রীয় দল ফিরে যেতেই পড়ুয়াদের পাতে পড়ছে মাংস, সুস্বাদু রসালো ফল!
advertisement

মিড ডে মিলে কেন্দ্রীয় বরাদ্দের বাইরে গিয়ে ছাত্রছাত্রীদের পুষ্টির মান ঠিক রাখতে রাজ্য সরকার আগেই বিশেষ উদ্যোগ নিয়েছিল। জানিয়েছিল জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত পড়ুয়াদের মিড ডে মিলে মাংস, ফলের মত পুষ্টিকর খাদ্যদ্রব্য দেওয়া হবে। সেই নির্দেশ মেনেই এবার পদক্ষেপ শুরু হয়েছে। বুধবার মালদহ শহরের বার্লো গার্লস প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ মিড ডে মিলে ভাত, মাংস, ফল দেয়। এছাড়াও সপ্তাহে এক থেকে দুই দিন করে ডিম ও পুষ্টিকর সবজি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

advertisement

আরও পড়ুন: দায়িত্ব নেওয়ার ৮ মাসের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দায়িত্ব থেকে সরে গেলেন আয়েষা রানি

মালদহ শহরের নামজাদা স্কুলগুলির মধ্যে অন্যতম বার্লো গার্লস প্রাথমিক স্কুল। বর্তমানে এই স্কুলে ৬০০ জন পড়ুয়া আছে। বুধবার সকাল থেকেই মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য শুরু হয় তোড়জোর। স্কুলের পরিচ্ছন্নতা বজায় রেখে এবং রান্নাঘর পরিষ্কার করেই শুরু হয়েছে মিড ডে মিল দেওয়ার কাজ। স্বাস্থ্যবিধি মেনেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছে মিড ডে মিল। স্কুল কতৃপক্ষ জানিয়েছে, সরকারি নিয়ম মেনেই সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। নির্দেশিকা মেনেই মেনুতে মাংস, ভাত ও ফল দেওয়া হয়েছে। স্কুলের মিড ডে মিলে মাংস ও ফল পেয়ে খুশি পড়ুয়ারাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর বাজেটের থেকেও বেশি! নজরকাড়া আয়োজন, মেগা হিট ঝাড়গ্রামের 'এই' লক্ষ্মী পুজো
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: কেন্দ্রীয় দল ফিরে যেতেই পড়ুয়াদের পাতে মাংস-ফল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল