West Medinipur News: দায়িত্ব নেওয়ার ৮ মাসের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দায়িত্ব থেকে সরে গেলেন আয়েষা রানি
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বদলালো নবান্ন। দায়িত্ব নেওয়ার মাত্র ৮ মাসের মধ্যে বদলি করা হল আয়েষা রানিকে
পশ্চিম মেদিনীপুর: নবান্ন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বদল করল। আয়েষা রানির জায়গায় এলেন খুরশেদ আল কাদরি। তিনি দার্জিলিং এর অতিরিক্ত জেলাশাসক ছিলেন। আয়েষা রানিকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিশেষ সচিব পদে পাঠানো হয়েছে।
মাত্র আট মাস আগে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আয়েষা রানি। দায়িত্ব নেওয়ার পর একের পর এক সাহসী পদক্ষেপ করে খবরের শিরোনামে উঠে আসেন। কখনও মোহনপুর ব্রিজের উপরে ওভারলোড গাড়ি চলাচলে নিষেধ, আবার কখনও কংসাবতী নদীতে অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযান চালান।
advertisement
advertisement
২০২২ এর জুন মাসে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দায়িত্ব নিয়েছিলেন আয়েষা রানি। তিনি এর আগে ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুরের মত জেলার জেলাশাসক পদে দায়িত্ব সামলান। পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যে জরাজীর্ণ মোহনপুর ব্রিজ (বীরেন্দ্র সেতু) এর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিলেন। গভীর রাতে পুলিশকে না জানিয়ে একাই বের হন অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযানে! বুধবার (৮ ফেব্রুয়ারি)-ও কেশিয়াড়িতে 'দুয়ারে ডাক্তার' কর্মসূচির উদ্বোধন করেছিলেন আয়েষা রানি। রাতের দিকে তার বদলির নির্দেশ জারি হয়। প্রশাসন সূত্রে খবর এটা একেবারেই রুটিন বদলি। আরও বেশ কয়েকটি জেলায় প্রশাসনিক স্তরের রদবদল করেছেন নবান্ন।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 11:52 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: দায়িত্ব নেওয়ার ৮ মাসের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দায়িত্ব থেকে সরে গেলেন আয়েষা রানি