২০ শতাংশ আসন অনান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সংরক্ষিত রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ২০ শতাংশ সংরক্ষিত আসন যদি পূরণ না হয় সেক্ষেত্রে বাকি আসনে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের পড়ূয়াদের ভর্তি নিতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্নাতকোত্তর স্তরে মোট ২৩ টি বিষয়ে পড়ানো হয়। গৌড়বঙ্গের তিনটি জেলা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কলেজগুলি এই বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে। প্রতিবছর প্রায় পাঁচ হাজারের উপরে পড়ুয়া স্নাতক ডিগ্রী পাস করেন কলেজ গুলি থেকে।
advertisement
আরও পড়ুনঃ ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাচ্ছে পেপারের থালা বাটির বিক্রি
তবে সকলেই স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তির সুযোগ পান না নিজের বিশ্ববিদ্যালয়। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, স্নাতক স্তরে যত পড়ুয়া পাস করে সকলেই উচ্চশিক্ষায় ভর্তি হতে চায় না। আবার বহু ছাত্র ছাত্রী দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় গুলিতে পড়াশোনার জন্য চলে যান। অনেকেই স্নাতক ডিগ্রী সম্পন্ন করার পর অন্যান্য বিষয়ে পড়াশোনা প্রতি আগ্রহ বাড়ায়।
আরও পড়ুনঃ কমার্স ও ইকনমিক্স পড়ার আগ্রহ কমছে, ৫০ শতাংশ আসন কমাল মালদহের বিশ্ববিদ্যালয়
তাই বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে যতগুলো আসন রয়েছে তা পর্যাপ্ত বলেই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যদিও পড়ুয়াদের একাংশের দাবী, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা সীমিত থাকায় বাধ্য হয়ে বহু ছাত্র-ছাত্রীকে বাইরে পড়াশোনার জন্য যেতে হয়। তাই পড়ুয়াদের একাংশের মধ্যে থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় আরও আসন সংখ্যা বৃদ্ধির দাবি উঠেছে।
Harashit Singha