Malda: ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাচ্ছে পেপারের থালা বাটির বিক্রি

Last Updated:

সরকারি ভাবে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিবাগ ও থার্মোকল। এতদিন থার্মোকলের থালা ও বাটি বিক্রির ফলে বাজারে কাগজের থালা ও বাটি তেমন বিক্রি হচ্ছিল না।

+
title=

#মালদহ : সরকারি ভাবে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিবাগ ও থার্মোকল। এতদিন থার্মোকলের থালা ও বাটি বিক্রির ফলে বাজারে কাগজের থালা ও বাটি তেমন বিক্রি হচ্ছিল না। ফলে সমস্যায় পড়তে হয়েছিল এই শিল্পের সাথে যুক্ত শিল্পীদের। থার্মোকলের বাড় বাড়ন্ত ও করোনা পরিস্থিতিতে একেবারেই বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল কাগজের তৈরি থালা গ্লাসের। সরকারিভাবে থার্মোকলের সামগ্রী নিষিদ্ধ পুনরায় জীবন ফিরে পেতে চলেছে কাগজের থালা গ্লাস। ধীরে ধীরে বিক্রি বাড়তে শুরু করেছে কাগজের তৈরি থালার। এতে কিছুটা হলেও খুশি এ শিল্পের সাথে যুক্ত শিল্পীরা।
 
 
advertisement
পুরাতন মালদহ ব্লকের বাচামারি গভমেন্ট কলোনির এলাকায় তৈরি হয় কাগজের পেপার কাটিং থালা, বাটি। এখাকার শিল্পীরা বাইরে থেকে কাঁচামাল নিয়ে এসে মেশিনের মাধ্যমে তৈরি করে কাগজের থালা, বাটি। বর্তমানে বাজারে চাহিদা বাড়ছে। করোনা পরিস্থিতিতে সরকারিভাবে বন্ধ রাখা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠান।স্ব ভাবতই অনুষ্ঠান বন্ধের জেরে কাগজের থালা বাটির চাহিদা কমে গিয়েছিল।
advertisement
 
 
করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ধীরে ধীরে বিক্রি শুরু হয়েছে। এখন বিক্রি হওয়ায় অনেকেই এই শিল্পের সাথে নতুন করে যুক্ত হচ্ছেন। সাধারণ মানুষ প্লাস্টিক বর্জন করেছে ফলে ব্যবসা বাড়ছে। দিনে প্রায় ১৩ থেকে ১৪ বস্তা কাগজের থালা বাটি তৈরি হচ্ছে বাচামারি এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে।
advertisement
 
সাত থেকে আট জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। তবে সরকারি সুযোগ-সুবিধা ব্যাঙ্কের ঋণ না মেলায় ব্যবসা বাড়ছে না। তাই কারখানার মালিকেরা দাবী করছেন সরকারিভাবে ঋণের ব্যবস্থা যদি করত প্রশাসন তাহলে আরও অনেকটাই এগিয়ে যেত তাদের এই শিল্প।
advertisement
 
 
 
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাচ্ছে পেপারের থালা বাটির বিক্রি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement