পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ভগবত মহালদার(২৫)। বাড়ি ধনরাজ গ্রামে। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, মৃত যুবক ভগবত মহালদারের বোন ভগবতী মহালদারের বিয়ে হয় গ্রামেরই পার্শ্ববর্তী এক যুবকের সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা প্রতিনিয়ত অত্যাচার চালাত বোনের ওপর বলে অভিযোগ। এই নিয়ে প্রতিবাদ জানিয়েছিল দাদা। বোনকে যেন মারধর না করে সেই বার্তা দেয়।
advertisement
আরও পড়ুন:নিজে প্রার্থী, অথচ দেওয়াল লিখছেন বিরোধী প্রার্থীদের হয়ে! আজব কাণ্ড কারণ কী জানেন?
আরও পড়ুন: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে
সোমবার রাতে মথুরাপুর থেকে ধনরাজগ্রামে নিজের বাড়ি আসার সময় ভগবত মহালদার কে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার বোনের শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। তার প্রতিবাদ করে ভগবত। অভিযোগ সেই সময় তার বোনের শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর চড়াও হয়। প্রথমে সকলে মিলে তাকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে মৃত্যু হয় ভগবত মহালদাদের।
খবর পেয়ে পরিবারের লোকেরা ছুটে আসেন। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মানিকচক থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনায় মৃতের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
হরষিত সিংহ