রবিবার পাড়ার কয়েকজন বান্ধবী কলেজে ক্লাস করতে আসেন। তার বান্ধবীরা মালদহ ওমেন্স কলেজের দূরশিক্ষা পড়ুয়া। মালদা শহর ঘোরার অজুহাতে বান্ধবীদের সাথে আসেন মহিলা। বান্ধবীরা ক্লাসে ঢুকে যাওয়ার পর ওমেন্স কলেজের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। সেখানে অপরিচিত এক যুবক তার হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে যায়। আগ্নেয়াস্ত্রের দাম দিয়ে দেন মহিলা। পুলিশি জেরায় মহিলা আরও জানিয়েছেন, আগ্নেয়াস্ত্রের দাম হয়েছিল সাত হাজার ৫০০ টাকা।
advertisement
আরও পড়ুনঃ কলেজ ছাত্রীর মাকে মারধরের অভিযোগ প্রতিবেশী যুবক ও তার পরিবারের বিরুদ্ধে
যে অস্ত্র কারবারি সাথে তার ফোনে যোগাযোগ হয়েছিল সে অস্ত্র দিতে আসেনি। অন্য একজন এসে অস্ত্র দিয়ে যায়। অস্ত্র নিয়ে মহিলা তার ব্যাগে রাখার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মহিলার ব্যাগের তল্লাশি চালিয়ে উদ্ধার করে আগ্নেয়াস্ত্রটি। গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সোমবার অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করে।
আরও পড়ুনঃ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ট্রায়ালে উত্তীর্ণ হল আদিবাসী পড়ুয়া জো সোরেন, উচ্ছ্বসিত মালদহের ক্রীড়ামহল!
স্বামীকে ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র কেনার কথা পুলিশি জেরায় স্বীকার করলেও এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে এমনটাই দাবি পুলিশের একাংশের। ঘটনার সঠিক তদন্ত করতে অভিযুক্তকে পুলিশি হেফাজতের আবেদন জানায় ইংরেজবাজার থানা।
Harashit Singha