TRENDING:

Malda News: গভীর রাতে আম বাগানে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলছে জুয়া খেলা! খবর পেয়ে হানা দিল পুলিশ

Last Updated:

আম বাগানের মধ্যে অস্থায়ী শেড তৈরি করে গভীর রাত পর্যন্ত চলছে জুয়ার আসর। লক্ষ লক্ষ টাকা খেলা হচ্ছে সেই জুয়ার আসরে। জেলার বিভিন্ন প্রান্তের জুয়ারিরা এখানে এসে অবৈধভাবে খেলছে জুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: আম বাগানের মধ্যে অস্থায়ী শেড তৈরি করে গভীর রাত পর্যন্ত চলছে জুয়ার আসর। লক্ষ লক্ষ টাকা খেলা হচ্ছে সেই জুয়ার আসরে। জেলার বিভিন্ন প্রান্তের জুয়াড়িরা এখানে এসে অবৈধভাবে খেলছে জুয়া। এলাকার আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। অপরিচিতদের আনাগোনা বাড়তে থাকায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মালদহ থানার পুলিশ হানা দেয় আম বাগানের ভেতরে ওই গোপন ডেরায়। সেখানে তখন রমরমিয়ে চলছিল জুয়ার আসর। চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলে সেখান থেকে গ্রেফতার করে দশজন জুয়াড়িকে।
গভীর রাতে আম বাগানে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলছে জুয়া খেলা! খবর পেয়ে হানা দিল পুলিশ
গভীর রাতে আম বাগানে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলছে জুয়া খেলা! খবর পেয়ে হানা দিল পুলিশ
advertisement

তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা, মোটর বাইক, মোবাইল-সহ জুয়া খেলার সরঞ্জাম।মালদহ থানার নিত্যানন্দপুর রসিলাদহ এলাকার ঘটনা। এই গ্রামের পাশেই গভীর আমবাগানের ভেতরে গোপন ডেরায় দীর্ঘদিন ধরেই চলছিল জুয়ার আসর।

আরও পড়ুন: মালদা মেডিক্যাল কলেজে বিনা ব্যয়ে লক্ষাধিক টাকার অস্ত্রোপচার, সুস্থতার পথে রোগী

advertisement

আরও পড়ুন: নেই রাস্তা, ঝুঁকি নিয়েই লাইন পারাপার ‌পড়ুয়াদের! বাংলায় কোথায় এমন বেহাল দশা

পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ১০ জনের বাড়ি মালদহ জেলার বিভিন্ন প্রান্তে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার তিনশো আশি টাকা। ১২ টি মোবাইল ফোন ও ৯টি মোটরসাইকেল। উদ্ধার হওয়া টাকা-সহ মোটরবাইক ও মোবাইলগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার অভিযুক্ত ১০ জুয়ারি কে মালদহ জেলা আদালতের পেশ করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: গভীর রাতে আম বাগানে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলছে জুয়া খেলা! খবর পেয়ে হানা দিল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল