তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা, মোটর বাইক, মোবাইল-সহ জুয়া খেলার সরঞ্জাম।মালদহ থানার নিত্যানন্দপুর রসিলাদহ এলাকার ঘটনা। এই গ্রামের পাশেই গভীর আমবাগানের ভেতরে গোপন ডেরায় দীর্ঘদিন ধরেই চলছিল জুয়ার আসর।
আরও পড়ুন: মালদা মেডিক্যাল কলেজে বিনা ব্যয়ে লক্ষাধিক টাকার অস্ত্রোপচার, সুস্থতার পথে রোগী
advertisement
আরও পড়ুন: নেই রাস্তা, ঝুঁকি নিয়েই লাইন পারাপার পড়ুয়াদের! বাংলায় কোথায় এমন বেহাল দশা
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ১০ জনের বাড়ি মালদহ জেলার বিভিন্ন প্রান্তে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার তিনশো আশি টাকা। ১২ টি মোবাইল ফোন ও ৯টি মোটরসাইকেল। উদ্ধার হওয়া টাকা-সহ মোটরবাইক ও মোবাইলগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার অভিযুক্ত ১০ জুয়ারি কে মালদহ জেলা আদালতের পেশ করা হয়।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 10:23 AM IST