হোম /খবর /মালদহ /
নেই রাস্তা, ঝুঁকি নিয়েই লাইন পারাপার ‌পড়ুয়াদের! বাংলায় কোথায় এমন বেহাল দশা

Malda News: নেই রাস্তা, ঝুঁকি নিয়েই লাইন পারাপার ‌পড়ুয়াদের! বাংলায় কোথায় এমন বেহাল দশা

X
title=

Malda News: অভিযোগ, এখনও ঝুঁকি নিয়েই রেললাইন পারাপার বা নিকাশি-নালার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।

  • Share this:

মালদহ: নির্দিষ্ট কোনও রাস্তা নেই। কখনও রেললাইন পার করে,  কখনও আবার বেহাল নিকাশি-নালার উপর দিয়ে শহরের মূল প্রান্তে নিয়মিত আসছেন কয়েক হাজার বাসিন্দারা। এলাকার খুদেদের একা কোথাও যেতে দিতে পারেন না অভিভাবকরা। শহরে বসবাস করেও এখনও ভাল রাস্তা থেকে বঞ্চিত মালদহের ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা।

অভিযোগ, স্থানীয় কাউন্সিলর থেকে পুরসভার চেয়ারম্যান,  প্রশাসনিক কর্তাদের জানিয়েও কোনও সুরাহা হয়নি। এখনও ঝুঁকি নিয়েই রেললাইন পারাপার বা নিকাশি-নালার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। রাস্তা না থাকায় যানবাহন ঢুকতে পারেনা এলাকায়।

ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনি ,ডক পুকুর, তেলিপুকুর,জগন্নাথ কলোনি ও সরস্বতী কলোনিতে প্রায় কয়েক হাজার পরিবারের বসবাস। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করে আসছে পরিবারগুলি। অভিযোগ, নিত্যদিনের সমস্যার সমাধান এখনও হয়নি।

আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..

আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে..

বসবসকারীরা জানান, "আমরা নামেই পুরসভায় থাকি। কিন্তু পুরসভা থেকে কোনও রকম সুযোগ সুবিধা পাই না। আমাদের নির্দিষ্ট কোনও রাস্তা নেই। রেললাইনের উপর দিয়ে পারাপার করে আমাদের শহরে যেতে হয়। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কাজকর্ম, এমনকি অসুস্থ  কেউ হলে তাকেও এ রেল লাইনের উপর দিয়ে আমাদের চলাফেরা করতে হয়।"

এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল। নেই কোনও নর্দমা। দু'একটি ছোট ড্রেন রয়েছে। কিন্তু সেই ড্রেনের জল রাস্তার উপরে চলে আসে। সামান্য বৃষ্টিতেই গোটা পাড়া জলমগ্ন হয়ে পড়ে। বাড়ির ভিতরে বাসনপত্র ধোওয়া, কাপড় কাচা। এমনকি স্নান করার সময় সমস্ত নোংরা জল বাড়ির ভিতরেই গর্ত করে রাখতে হয়। যদিও এই সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা।

তিনি বলেন, "হাইড্রেনের বিষয়ে ইতিমধ্যে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও জেলা শাসকের কাছে আমি আবেদন করেছি। তারা জানিয়েছেন, নিকাশি ব্যবস্থার জন্য হাইড্রেন করা হবে। রাস্তার কাজ হচ্ছে। রাস্তার উপরে কিছু ইলেকট্রিকপোল রয়েছে। সেগুলিকেও সরানো হচ্ছে। কালভার্ট তৈরি করা হচ্ছে। গাড়ি থেকে  সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে. সেই বিষয়েও দেখা হচ্ছে।"

হরষিত সিংহ

Published by:Sanchari Kar
First published:

Tags: Malda, Malda News