রক্তদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে নিজের ছোট্ট মেয়ে অরণ্যার অন্নপ্রাশন অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগ নেন তিনি। আগামী নব প্রজন্মকে সমাজ কর্মে নিয়োজিত করার উদ্যোগে এমন আয়োজন। সরকার পরিবারের উদ্যোগে, ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদহ জেলা শাখার সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অন্নপ্রাশনের অনুষ্ঠানের প্যান্ডেল সাজানো হয়েছিল রক্তদানের ব্যানার, পোস্টার, ফেস্টুনের মোড়কে।
advertisement
আরও পড়ুনঃ পীরগঞ্জ ঘাটের সেতু তৈরির তোড়জোড়! উপকৃত হবেন তিনটি ব্লকের বাসিন্দারা
এক ঝলক দেখে যে কেউ বলবে যেন রক্তদান, থ্যালাসেমিয়া ও দেহদানের প্রদর্শনী। এদিনের শিবিরে পিতা নিপু সরকার সহ ৪১ জন আমন্ত্রিত অতিথি স্বেচ্ছায় রক্তদান ও ১০ জন দেহ দানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন। অরণ্যার বাবা নিপু সরকার বললেন, অনেকদিন আগে থেকে আমার স্বপ্ন ছিল মেয়ের অন্নপ্রাশনে রক্তদান শিবির করব।
আরও পড়ুনঃ মাখনা উৎপাদনে আধুনিক মেশিন! ভাল ব্যবসার আশায় উৎপাদনকারীরা
সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও বন্ধুদের বললে, তারা এক কথায় রাজি হয়ে যায়। আর তা থেকেই আমন্ত্রণ পত্রেও ছাপা হয়ে যাই রক্তদান ও দেহদানের বার্তা। এদিনের এই রক্তদান শিবিরে অনেকেই এগিয়ে এসেছেন। এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মানুষকে সচেতন হওয়ার বার্তা পৌঁছে দেওয়ারই মূল লক্ষ্য ছিল আমার।
Harashit Singha