Malda: পীরগঞ্জ ঘাটের সেতু তৈরির তোড়জোড়! উপকৃত হবেন তিনটি ব্লকের বাসিন্দারা

Last Updated:

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে পীরগঞ্জের বাসিন্দাদের। মহানন্দা নদীর উপর সেতু তৈরির উদ্যোগ নিল প্রশাসন। পীরগঞ্জের মহানন্দা ঘাটে বর্তমানে ফেরি চলাচল করে।

+
title=

#মালদহ : দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে পীরগঞ্জের বাসিন্দাদের। মহানন্দা নদীর উপর সেতু তৈরির উদ্যোগ নিল প্রশাসন। পীরগঞ্জের মহানন্দা ঘাটে বর্তমানে ফেরি চলাচল করে। ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে তিনটি ব্লকের কয়েক হাজার বাসিন্দাদের। পীরগঞ্জঘাটে মহানন্দা নদীর ওপর সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার মালদহ জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘুরে দেখলেন এলাকা। পুরাতন মালদহ গাজোল ও রতুয়া-২ এই তিন ব্লকের বাসিন্দারা পীরগঞ্জ মহানন্দা নদীর ফেরিঘাট দিয়ে যাতায়াত করে নিয়মিত। মহানন্দা নদীর ওপর সেতু না থাকায় নৌকায় করে বাইক সাইকেল নিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। এমনকি জরুরি ভিত্তিক সময়ে ঘুরপথে যাতায়াত করতে হয়। পীরগঞ্জঘাটে ব্রিজ তৈরি হলে তিনটি ব্লকের কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন। শনিবার রতুয়া দুই নম্বর ব্লকের পীরগঞ্জ ঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা।
ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মালতিপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সী, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্য আধিকারিকেরা।  পরিদর্শন করে দ্রুত যাতে ব্রিজের কাজ শুরু আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা।
আরও পড়ুনঃ মাখনা উৎপাদনে আধুনিক মেশিন! ভাল ব্যবসার আশায় উৎপাদনকারীরা
মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের পক্ষ থেকে এই এলাকায় সেতু তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। মহানন্দা নদীর উপর প্রায় ৩০০ মিটার এই ব্রিজ হবে। দ্রুত জেলা সেচ দফতর ও পূর্ত দফতরের কর্তারা পরিদর্শনে যাবেন এলাকা। তারপরেই রিপোর্ট পাঠানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। দ্রুত ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাঙছে নদী পাড়, গঙ্গা গ্রাসে বিলীন হচ্ছে এলাকা!
জেলা প্রশাসনের পক্ষ থেকে এর আগেও পীরগঞ্জ ঘাটে সেতু তৈরির আশ্বাস দেয়া হয়েছিল। তবে তা বাস্তবায়িত হয়নি। আবারো জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করে বিরিজ তৈরির আশ্বাস দেওয়া হল। নতুন করে জেলা প্রশাসনের কাছে আশ্বাস পেয়ে খুশি বাসিন্দারা।
advertisement
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: পীরগঞ্জ ঘাটের সেতু তৈরির তোড়জোড়! উপকৃত হবেন তিনটি ব্লকের বাসিন্দারা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement