#মালদহ : গঙ্গার জল বাড়তেই ভাঙন শুরু বেশ কিছু এলাকায়। শুক্রবার দুপুর থেকে মালদহের বৈষ্ণবনগর থানার পারদেওয়াপুর শোভাপুর পঞ্চায়েতের দুটি গ্রাম জুড়ে ভাঙন শুরু হয়েছে। প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে গঙ্গাপাড় ভাঙছে। নদীর তীরের বাগান ভাঙনের কবলে পড়েছে। নদীর পার ভেঙে গঙ্গায় তলিয়ে যাচ্ছে বড় বড় গাছ। ভাঙন শুরু হতেই গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের দিকে এগিয়ে আসছে গঙ্গা। ইতিমধ্যে বাড়ি ঘর ছাড়তে শুরু করেছেন গ্রামের বাসিন্দারা। গ্রামে জুড়ে শুরু হয়েছে বাড়ি ভেঙে সরিয়ে নিয়ে যাওয়ার তৎপরতা। মালদহে বর্ষার মরশুমে গঙ্গা ভাঙন প্রতি বছরের সমস্যা। গঙ্গার ভাঙনের কবলে পড়ে একের পর এক গ্রাম বিলীন হয়ে গিয়েছে। মালদহের বৈষ্ণবনগর থানার পারদেওয়নাপুর শোভাপুর এলাকায় বিগত কয়েক বছর ধরেই চলছে ভাঙ্গন। এই এলাকারও বেশ কয়েকটি গ্রাম ভাঙ্গনে তলিয়ে গিয়েছে।
শুক্রবার দুপুর থেকে আচমকায় পারদেওনাপুর শোভাপুর পঞ্চায়েতের গোলাপ মন্ডল পাড়া ও খোঁজ পাড়ায় ব্যাপক ভাবে গঙ্গার ভাঙন শুরু হয়েছে। ভাঙনের আতঙ্কে দিশেহারা গঙ্গা পাড়ের বাসিন্দারা। দুটি গ্রামের ২৫০ টি পরিবার আতঙ্কে রয়েছে। ইতিমধ্যে ঘরবাড়ি সরিয়ে দিতে শুরু করেছে। ভাঙনের খবর পেতেই তৎপর স্থানীয় প্রশাসন ও সেচ দফতর।
আরও পড়ুনঃ মিটতে চলছে কালিয়াচকে বাস টার্মিনাসের সমস্যা! কাজ চলছে জোর কদমেইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। মালদহ জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে, জেলা শাসকের নির্দেশে স্থানীয় প্রশাসন ভাঙন কবলিত এলাকায় কাজ শুরু করবে। সেখানে ভাঙন রোধের কাজ শুরু হবে। সেচ দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
Harashit Singhaনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, North Bengal