Malda: মিটতে চলছে কালিয়াচকে বাস টার্মিনাসের সমস্যা! কাজ চলছে জোর কদমে

Last Updated:

নেই বাস স্ট্যান্ড। দূরপাল্লার বাস থেকে স্থানীয় বিভিন্ন রুটের বাস জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা করছে।

+
title=

#মালদহ : নেই বাস স্ট্যান্ড। দূরপাল্লার বাস থেকে স্থানীয় বিভিন্ন রুটের বাস জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা করছে। একদিকে জাতীয় সড়কে বাড়ছে যানজট। অপরদিকে ঝুঁকি নিয়েই বাসে ওঠার নামা করতে হচ্ছে যাত্রীদের। মালদহের কালিয়াচকে বাস স্ট্যান্ডের দাবি দীর্ঘদিনের। যদিও বর্তমানে প্রশাসনের উদ্যোগে বাস স্ট্যান্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জায়গা পরিদর্শন শুরু হয়েছে।মালদহ জেলার কালিয়াচক- ১ নম্বর ব্লকের সদর হচ্ছে কালিয়াচক। কালিয়াচকের উপর দিয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ ১২ নম্বর জাতীয় সড়ক। কালিয়াচকে দূরপাল্লার বিভিন্ন রুটের বাস দাঁড়ায় আবার স্থানীয় রুটের বাস গুলিও এখানে যাত্রী ওঠা নামা করে। জনবহুল এই বাস স্টপেজে এখনো নির্দিষ্ট বাস স্ট্যান্ড তৈরি হয়নি। জাতীয় সড়কের উপরেই বাস দাঁড়িয়ে থাকে। এরফলে এলাকায় যানজট সমস্যা বাড়ছে। রাস্তার উপর গাড়ি দাঁড়িয়ে থাকায় যাত্রী ওঠা নামা করতেও সমস্যা হয়। এমনকি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানজট সমস্যা দূর করতে বাসগুলি দ্রুত সেখান থেকে সরিয়ে দেয়।
 
 
advertisement
বাস কর্মীদের দাবি, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দ্রুত বাস গুলি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ঠিকমত যাত্রী নিতে সমস্যায় পড়তে হয় তাদেরকে। তাই বাস কর্মীদেরও দাবি দ্রুত প্রশাসন বাস স্ট্যান্ড  তৈরি করতে এগিয়ে আসুক কালিয়াচকে। একদিকে যেমন ট্রাফিক সমস্যার সমাধান হবে তেমনি বাস কর্মীদেরও অনেকটাই সুবিধা হবে যাত্রী ওঠানামা করাতে।
advertisement
 
এমনকি কমবে যানজট সমস্যা। কালিয়াচকের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে এগিয়ে আসছে প্রশাসন। ইতিমধ্যে ব্লক প্রশাসনের উদ্যোগে কালিয়াচক বাস স্ট্যান্ড তৈরির জায়গা পরিদর্শন করা হয়েছে। কালিয়াচক- পঞ্চায়েত অফিসের সামনে জাতীয় সড়কের পাশেই একটি জমিতে বাস স্ট্যান্ড তৈরি হবে।
advertisement
 
বাস স্ট্যান্ড হলে উপকৃত হবেন এলাকার বাসেন্দারা। কালিয়াকচ - পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, নতুন বাস স্ট্যান্ড তৈরির জন্য জমি পরিদর্শন হয়ে গিয়েছে। এমনকি কাজের বাজেট পর্যন্ত হয়ে গিয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলছে। শিঘ্রই কাজ চালু হবে।
advertisement
 
 
 
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: মিটতে চলছে কালিয়াচকে বাস টার্মিনাসের সমস্যা! কাজ চলছে জোর কদমে
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement