পরিবারের লোকেরা তড়িঘড়ি থাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। মালদহ মেডিকেল ভর্তির পর চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
আরও পড়ুনঃ খাবারে বিষক্রিয়া হয়ে ডায়েরিয়াই আক্রান্ত একই পরিবারের ৬ জন! অসুস্থ হয়ে মৃত্যু শিশুর
advertisement
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির পরিবার সহ গোটা গ্রামে। মৃত ব্যক্তির স্ত্রী মঞ্জু বসাক বলেন, তার স্বামীর কাছে প্রতিবেশী উমেশ চৌধুরী সুদের উপর দুই হাজার টাকা ধার নিয়েছিল। সেই টাকা দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে বেধরক মারধর করা হয়। এরপর বাড়ি এসে আমাকে সমস্ত ঘটনা জানায়। আমার স্বামীর মাথার পেছন দিকে আঘাত করে।
আরও পড়ুনঃ নেই স্কুল বাড়ি! খোলা আকাশের নীচেই চলছে ক্লাস এই গ্রামে
কি দিয়ে মারধর করেছে তা আমার জানা নেই। স্বামীকে তড়িঘড়ি রাতেই গাজোল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি না নিয়ে মালদহে রেফার করে।চিকিৎসা চলাকালীন সকালে মৃত্যু হয়। আমি চাই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
Harashit Singha