Malda: খাবারে বিষক্রিয়া হয়ে ডায়েরিয়াই আক্রান্ত একই পরিবারের ৬ জন! অসুস্থ হয়ে মৃত্যু শিশুর
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
খাবারে বিষক্রিয়া হয়ে মৃত্যু হল এক শিশুর। এছাড়াও পরিবারের মোট ছয় জন গুরুতর অসুস্থ অবস্থায় মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।
#মালদহ : খাবারে বিষক্রিয়া হয়ে মৃত্যু হল এক শিশুর। এছাড়াও পরিবারের মোট ছয় জন গুরুতর অসুস্থ অবস্থায় মালদহ মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদহের গাজোল থানার শাহাজাতপুর পঞ্চায়েতের গোয়ালনাগরা গ্রামে। অসুস্থের তালিকায় রয়েছে দুই বছরের শিশু থেকে ৬২ বছরের বৃদ্ধা। আক্রান্তরা সকলেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সাহিল। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুল সাত্তার, আকলিমা বিবি, শাহিদান বেওয়া, নাহিদ আনসারী, রাহানুর ইসলাম। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতো গত সোমবার রাতে সাত্তার সাহেবের পরিবারের লোকেরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
মঙ্গলবার সকাল থেকে ডাইরিয়ার প্রকোপ শুরু হয় বাড়িতে। পরিবারের প্রত্যকে ডাইরিয়াই আক্রান্ত হয়। সাহিলের অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে চিকিৎসার জন্য তাঁকে গাজোল ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যে সাহিলের মৃত্যু ঘটে। সেখান থেকে তার দেহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বুধবার মৃত শিশুর দেহ ময়নাতদন্ত করা হয় মেডিকেল কলেজের মর্গে।
advertisement
আরও পড়ুনঃ নেই স্কুল বাড়ি! খোলা আকাশের নীচেই চলছে ক্লাস এই গ্রামে
ওইদিনই বাড়ির বাকি পাঁচ সদস্যের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে তাঁদেরও গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদেরও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সেখানকার চিকিৎসকেরা সকলকেই মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন সকলে।
advertisement
advertisement
পরিবারের এক সদস্য আব্দুল মমিন বলেন, কি করে এমন ঘটনা ঘটল আমরা বুঝতে পারছিনা। ভালো খাবার খেয়েই সকলে ঘুমিয়েছিল। কি এমন ঘটলো সকলেই ডাইরিয়াই আক্রান্ত হয়ে পড়ল। খাবার খেয়ে পরিবারের এক শিশুর মৃত্যু হলো। পরিবারের পাঁচজন বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
advertisement
Harashit Singha
Location :
First Published :
July 20, 2022 6:32 PM IST