ষষ্ঠতম এই আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে সোনা জিতলেন চাঁচলের হর্ষ মিশ্র। এমন সাফল্যে পরিবার সহ তার স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সহপাঠী থেকে শুরু করে এলাকাবাসী খুশি।মালদহের চাঁচল সদরের বাজার পাড়ার ১০ বছরের কিশোর হর্ষ মিশ্র আন্তর্জাতিক স্তরের ক্যারাট প্রতিযোগিতায় অংশ নেয়।চলতি বছরের ৩০ ও ৩১ জুলাই কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা।
advertisement
আরও পড়ুন - Weather Update: জোড়া ফলায় বিদ্ধ বাংলা, জারি অ্যালার্ট , আবহাওয়ার তুলকালাম জীবন হবে নাজেহাল
ওই প্রতিযোগিতায় এশিয়া মহাদেশের ভারত,নেপাল,শ্রীলঙ্কা ও বাংলাদেশ সহ মোট সাতটি দেশের প্রতিযোগিরা অংশ গ্রহন করে।মালদহের প্রশিক্ষক রঘুনাথ পালের নেতৃত্বে জেলার আটজন প্রতিযোগি অংশ নেয় এই প্রতিযোগিতায় । তাদের মধ্যে চাঁচল মহকুমা থেকে তিনজন অংশ নেয়। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরের ঝুলিতে তিনটি সোনা,পাঁচটি রুপো এবং আটটি ব্রোঞ্জ পদক এসেছে।তারই মধ্যে মালদহের চাঁচলের হর্ষ মিশ্র পেয়েছে একটি সোনার পদক।যার ওজন ২০০ গ্রাম।সঙ্গে একটি শংসাপত্র দেওয়া হয়েছে।
আরও পড়ুন - TMC Leader Beaten: আবার উত্তপ্ত রায়না, বাড়ি ফেরার পথে বেদম মার, গুরুতর জখম তৃণমূল নেতা
সোনা জয়ী হর্ষ মিশ্র চাঁচলের দক্ষিণ পাড়ায় অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পঞ্চম শ্রেণিতে পাঠরত। স্কুলের তরফে সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকার সম্মুখে তাকে পুস্প স্তবক ও মুখ মিষ্টি করিয়ে সংবর্ধনা জানানো হয়। আগামীতে আরও সাফল্যের কামনা করেন সকলে। হর্ষ মিশ্র আগামীতে আরও অন্যান্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চাই। তার জন্য এখন থেকেই অনুশীলন শুরু করেছে।
Harashit Singha





