TRENDING:

Weather Updates: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বাড়তে পারে বৃষ্টি ! সতর্কতা ...

Last Updated:

Weather Updates: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আগামী কয়েকঘন্টায় বৃষ্টি আরও বৃদ্ধি পাওয়ায় পূর্বাভাস দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর:  অত্যন্ত দু্ঃশ্চিন্তার খবর দিল আবহাওয়া দপ্তর! কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অন্তর্গত আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বুধবার দুপুর নাগাদ যে বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আগামী কয়েকঘন্টায় বৃষ্টি আরও বৃদ্ধি পাওয়ায় পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement

শুধুমাত্র এই দুটি জেলাতে আজ (১৫ সেপ্টেম্বর) সারাদিন কমলা (Orange) সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপটি এখন উত্তর-মধ্যপ্রদেশে অবস্থান করছে। আগামীকাল তা আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ক্রমশ শক্তি হারাবে।

এদিকে, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায় আজ "হলুদ" (Yellow) সতর্কতা জারি করা হয়েছে। এই সব এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

advertisement

অন্যদিকে গত তিনদিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হয়েছে সাত জনের। পাশাপাশি সম্পূর্ণ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আট হাজারেরও বেশি। বহু এলাকায় এখনো জল বন্দি রয়েছে মানুষ। প্রশাসনের তরফে সেই সব এলাকার মানুষদের উদ্ধার করার চেষ্টা চলছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল জানিয়েছেন, তিনদিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বেশ ভালোই।

advertisement

কয়েকশো বিঘা ধান ও সবজি চাষ চলে গেছে জলের তলায়, জলবন্দি রয়েছে বিঘার পর বিঘা চাষ জমি। যদিও ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি। নদী তীরবর্তী এলাকার মানুষদের সতর্কীকরণ করা হয়েছে প্রশাসনের তরফে। মানুষদের মাটির বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরে আসার আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার এক প্রকার বন্যা পরিস্থিতির মোকাবিলায় সচেষ্ট জেলা প্রশাসন বলে দাবি জেলাশাসক রেশমি কোমলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

Partha Mukherjee 

বাংলা খবর/ খবর/Local News/
Weather Updates: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বাড়তে পারে বৃষ্টি ! সতর্কতা ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল