কাটা হয়েছিল লক্ষ্মণ-গন্ডী, তবে জনস্রোতের চাপে সেসব 'গন্ডী' ভেঙে চুরমার হয়ে গেল! সংক্রমণ ছড়াতে পারে তো? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁরা জানিয়েছেন, "সব ঈশ্বরের উপরই ছেড়ে দিয়েছি!"
আরও পড়ুন Durga Puja 2021: মহালয়ায় টিভির দাপুটে 'অমল অসুর' আজ নিঃস্ব! চূড়ান্ত অভাবে কাটছে দিন
প্রথা মেনে শুক্রবার অর্থাৎ বিজয়া দশমী ও দশেরা'র সন্ধ্যায়, জেলাশাসক ড. রশ্মি কমল রাবণের দেহে অগ্নিসংযোগ করেন। তিনি বলেন, "প্রতীকী এই রাবণ দহন অনুষ্ঠানের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়গান গাওয়া হয়। আপনারা বিধি মেনে উৎসব উপভোগ করুন!"
advertisement
তিনি বললেন বটে, কিন্তু, কোথায় বিধি? ভিড়ের চাপে বিধি ভেঙে খানখান। শুধু খড়্গপুর নয়, জেলার বিভিন্ন জায়গাতেই পালিত হয়েছে 'রাবণ দহন' কিংবা আতসবাজির প্রদর্শনী অনুষ্ঠান। তবে, সবটাই নাকি করা হয়েছে, প্রশাসনিক অনুমতি ছাড়াই, মানুষের আবেগকে প্রাধান্য দিয়ে! জঙ্গলমহলের পিড়াকাটা, সাতপাটি সহ কয়েকটি জায়গায় আবার প্রশাসনিক বিধি মেনে, বাতিল করা হয়েছে 'রাবণ দহন' অনুষ্ঠান। এদিকে, শালবনী ব্লকেরই গোবরু'তে এই আতসবাজি প্রদর্শনী'র সময় এক মহিলার মাথায় বাজি পড়ে গুরুতর দুর্ঘটনা ঘটে! তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।