TRENDING:

Bengal News| Coronavirus: জনসমুদ্রের মাঝে খড়্গপুরে ১১৬ তম 'রাবণ দহন'! ভিড়ের স্রোতে 'ভেঙে খানখান' করোনা-বিধি

Last Updated:

খড়্গপুরের (Kharagpur) রাবণ দহন দেখতে জনপ্লাবন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রশাসনের 'কোভিড-বিধি'কে (COVID19 protocol) বুড়ো আঙুল দেখিয়েই রেলশহর খড়্গপুরে (Kharagpur) ১১৬ তম 'রাবণ দহন' বা 'রাবণ বধ' অনুষ্ঠিত হল। প্রায় ২০-৩০ হাজারের বেশি (বেসরকারি মতে প্রায় ৫০ হাজার) মানুষের ভিড়ের মধ্যেই এই 'রাবণ দহন' (Ravan Dahan) পর্ব অনুষ্ঠিত হল৷ দশেরা কমিটির আয়োজনে, খড়্গপুরের রাবণ ময়দানে এই অনুষ্ঠান পালিত হল। আয়োজকরা কয়েক হাজার মাস্ক বিলি করলেও, হাজার হাজার মাস্ক-বিহীন আবালবৃদ্ধবনিতা-কে দেখা গেল এই অনুষ্ঠান উপভোগ করতে।
খড়্গপুরে রাবন দহন দেখতে জনপ্লাবন
খড়্গপুরে রাবন দহন দেখতে জনপ্লাবন
advertisement

কাটা হয়েছিল লক্ষ্মণ-গন্ডী, তবে জনস্রোতের চাপে সেসব 'গন্ডী' ভেঙে চুরমার হয়ে গেল! সংক্রমণ ছড়াতে পারে তো? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁরা জানিয়েছেন, "সব ঈশ্বরের উপরই ছেড়ে দিয়েছি!"

আরও পড়ুন Durga Puja 2021: মহালয়ায় টিভির দাপুটে 'অমল অসুর' আজ নিঃস্ব! চূড়ান্ত অভাবে কাটছে দিন

প্রথা মেনে শুক্রবার অর্থাৎ বিজয়া দশমী ও দশেরা'র সন্ধ্যায়, জেলাশাসক ড. রশ্মি কমল রাবণের দেহে অগ্নিসংযোগ করেন। তিনি বলেন, "প্রতীকী এই রাবণ দহন অনুষ্ঠানের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়গান গাওয়া হয়। আপনারা বিধি মেনে উৎসব উপভোগ করুন!"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনি বললেন বটে, কিন্তু, কোথায় বিধি? ভিড়ের চাপে বিধি ভেঙে খানখান। শুধু খড়্গপুর নয়, জেলার বিভিন্ন জায়গাতেই পালিত হয়েছে 'রাবণ দহন' কিংবা আতসবাজির প্রদর্শনী অনুষ্ঠান। তবে, সবটাই নাকি করা হয়েছে, প্রশাসনিক অনুমতি ছাড়াই, মানুষের আবেগকে প্রাধান্য দিয়ে! জঙ্গলমহলের পিড়াকাটা, সাতপাটি সহ কয়েকটি জায়গায় আবার প্রশাসনিক বিধি মেনে, বাতিল করা হয়েছে 'রাবণ দহন' অনুষ্ঠান। এদিকে, শালবনী ব্লকেরই গোবরু'তে এই আতসবাজি প্রদর্শনী'র সময় এক মহিলার মাথায় বাজি পড়ে গুরুতর দুর্ঘটনা ঘটে! তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Coronavirus: জনসমুদ্রের মাঝে খড়্গপুরে ১১৬ তম 'রাবণ দহন'! ভিড়ের স্রোতে 'ভেঙে খানখান' করোনা-বিধি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল