Durga Puja 2021: মহালয়ায় টিভির দাপুটে 'অমল অসুর' আজ নিঃস্ব! চূড়ান্ত অভাবে কাটছে দিন

Last Updated:

দু’জন টেকনিশিয়ানের নজরে এসে রুপোলি পর্দার যাত্রা শুরু করেছিলেন অমল চন্দ্র চৌধুরী।

#উত্তর ২৪ পরগনা: একসময় মহালয়ার দিন ভোরে টিভি খুললেই তিনি চলে আসতেন সকলের সামনে৷ অসুর বেশে৷ সেই সময় ইন্টারনেট এবং মোবাইলের চলও কম ছিল। যতদিন এগিয়েছে টিভি থেকে শুরু করে রেডিও প্রচলন কমেছে। তাই টিভির বিখ্যাত অমল অসুরের কথাও ভুলে গিয়েছে মানুষ। পেশিবহুল চেহারার জন্য দূরদর্শনের অনুষ্ঠিত মহালয়ার বিশেষ অনুষ্ঠানে অসুরের ভূমিকায় অভিনয়ের সুযোগ পান তিনি। তবে আজ তার খবর রাখেন না কেউ৷ অসহায়, অভাবে দিন কাটছে একসময়ের টিভির এই অসুরের (Asur role played on TV) ৷
advertisement
দু’জন টেকনিশিয়ানের নজরে এসে রুপোলি পর্দার যাত্রা শুরু করেছিলেন অমল চন্দ্র চৌধুরী(Amal Roy Chowdhury)। তাঁর বিরাটাকার চেহারা (Good Physic)দেখে ভয়ে কাঁপত ছোট শিশুরা। অশোকনগরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমল চন্দ্র চৌধুরী একসময় দর্শকের মন জয় করে নিলেও আজ তাঁর দিন কাটছে চরম অভাবে। মহালয়ায় একসময় অসুরের ভূমিকায় তাকেই দেখা যেত। মহালয়ার অনুষ্ঠান ছাড়াও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যান্য কাজও করেছেন তিনি।
advertisement
প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী পরিচালকদের সঙ্গে কাজ করলেও আজ সকলের চোখের আড়ালে অমল চন্দ্র চৌধুরী। অশোকনগরে অসুর অমল (Asur Amal) বলে পরিচিত অমলবাবু গত ১০ বছর ডাক পাননি স্টুডিও পাড়া থেকে। আর্থিক অসচ্ছলতার কারণে অভিনয় ভুলে হাতে তুলে নিয়েছেন রং-তুলি। অতীতের সেই সময়ের কথা ভাবলে ভারাক্রান্ত হয়ে যায় তার হৃদয়। তার দিদি করেন শোলার কাজ। আত্মীয়রাও মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের থেকে। একসময় সংসার চলত ভালভাবে। সেই সময় বাড়িতে যাদের আনাগোনা ছিল, তারা অনেকেই আজ মুখ ফিরিয়ে নিয়েছে।
advertisement
প্রথমদিকে খুব উদ্যোগী না হলেও পরবর্তীতে, কাজ পেতে থাকায় ভালোবাসতে শুরু করেন এই শিল্পকে। আজ দারিদ্র্যের (Amal Asur) সাথে লড়াই করে দিন কাটাতে হচ্ছে তাকে। তার এই জীবন কাহিনী নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক। এখনও পর্যন্ত মেলেনি কোনও সরকারি সুবিধা। বাড়িতে দিদিকে নিয়ে বসবাস অমলবাবুর। সামান্য রংতুলির কাজ আর শোলার কাজ নিয়ে দিন কাটছে অমল বাবু এবং তার দিদির। আগামীদিনে কীভাবে দিন যাপন করবেন তার চিন্তায় কাটছে এক একটি দিন৷
advertisement
রাতুল বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021: মহালয়ায় টিভির দাপুটে 'অমল অসুর' আজ নিঃস্ব! চূড়ান্ত অভাবে কাটছে দিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement