Durga Puja 2021| Howrah: নৌকায় বসে দুর্গা মা! মৎসজীবীদের কাহিনি ফুটে উঠেছে থিমে

Last Updated:

থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জেলেদের জীবনধারা (Durga Puja 2021)।

Howrah Durga Puja, Theme- fishermen life
Howrah Durga Puja, Theme- fishermen life
#হাওড়া: জেলে বা মৎসজীবীদের জীবনের কাহিনী জানতে চান? জানতে চান তারা কীভাবে নিজেদের জীবিকা নির্বাহ করে? কীভাবেই বা নানা যন্ত্রের সাহায্যে মাছ ধরে তারা? তাদের অক্লান্ত পরিশ্রমে আপনার পাতে পড়ে ইলিশ বা কাতলা! তবে আপনাকে বেশি দূরে দীঘা - কাকদ্বীপ বা সুন্দরবন যেতে হবে না? চলে যান হাওড়ার বি গার্ডেন সংলগ্ন মধুসূদন দাস লেন বাইলেন সার্বজনীন দুর্গোৎসব অধিবাসীবৃন্দে৷ সেখানেই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জেলেদের জীবনধারা (Durga Puja 2021)।
হাওড়ার মধুসূদন দাস লেন অধিবাসীবৃন্দের পুজোর এ বছরের থিম "খেয়া" (Durga Puja theme)৷ একদিকে যেমন জেলেদের মাছ ধরার ঘূর্ণি, বৃত্তি বা জালের সাহায্যে মাছ ধরা দেখানো হয়েছে তেমনই অন্যদিকে দেখানো হয়েছে কীভাবে সেই মাছ আড়তে বিক্রি করেন তারা। নদী বা সমুদ্রের ধারে কীভাবে তারা টিনের ঘর করে বসবাস করে তাও দেখতে পাবেন এই পুজোর মন্ডপে এলেই৷ পুরো থিম বানানো হয়েছে মূলত বাঁশ , কঞ্চি , হোগলা, টিন ও কাঠের সাহায্যে ।
advertisement
advertisement
থিমের সাথে সামঞ্জস্য বজায় রেখে অধিবাসী বৃন্দের (Durga Puja, Howrah) ভাবনায় মা দুর্গাকে বসানো হয়েছে নৌকার উপরে। মায়ের সাজ পোশাকও জেলে বাড়ির মেয়েদের পোশাকের মতো। কার্তিক, গনেশ, লক্ষ্মী, সরস্বতীকেও বানানো হয়েছে জেলে সন্তানদের আদলে । অধিবাসী বৃন্দের এই বছরের এই ভাবনা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে জেলার পুজোপ্রেমীদের । বেশ কয়েকটি সংগঠনের তরফ থেকে জেলার সেরার শিরোপাও পেয়ে গিয়েছে অধিবাসীবৃন্দের এই ভাবনা (Howrah Puja 2021)।
advertisement
যিনি এই পুজোর কারিগর (Pujo Theme), সেই গৌতম পাখিরা জানান, তিনি নিজেও একজন জেলে পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই বাবা , ঠাকুরদাকে মাছ ধরতে দেখে তিনি বড়ো হয়েছেন । তাই এই ভাবনার মাধ্যমে তার পরিবারের সদস্যকেই তিনি ফুটিয়ে তুলেছেন বলে জানান গৌতমবাবু ।
advertisement
Santanu Chakraborty
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021| Howrah: নৌকায় বসে দুর্গা মা! মৎসজীবীদের কাহিনি ফুটে উঠেছে থিমে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement