পাশাপাশি গত তিন দিন একটানা বৃষ্টির ফলে বুধবার আদ্রা ডিভিশনের অন্তর্গত পশ্চিম মেদিনীপুরের গোদাপিয়াশাল ও মেদিনীপুর স্টেশনের মধ্যবর্তী জায়গায় রেললাইনে ভয়াবহ ধস নামলো। প্রায় ১০০-১৫০ মিটার এলাকা জুড়ে রেল লাইনের তলার ভূমিতে ধস নামে। এর ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। মেরামতির কাজ শুরু করেছেন রেল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
advertisement
জানা গেছে, বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোবরু ও গোদাপিয়াশাল এলাকার মধ্যবর্তী স্থানে রেললাইনে ভয়াবহ ভূমি ধস দেখতে পান এলাকাবাসী। তারপরই, নিকটবর্তী গোদাপিয়াশাল স্টেশনে খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শালবনী থানার পুলিশ ও রেলের আধিকারিকরা।
বুধবার সকাল থেকেই মেরামতের কাজ শুরু হয়। আপ লাইনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তবে, ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে বলে জানা গেছে। রেল সূত্রে জানা গেছে, অতি ভারী বৃষ্টির ফলে রেল লাইনের আপ লাইনের তলার মাটি ধ্বসে যায়। ফলে বিপদজনক অবস্থার সৃষ্টি হয় আদ্রা ডিভিশনের আপ লাইনে।
খবর তড়িঘড়ি আদ্রা ডিভিশন থেকে রেলওয়ে আধিকারিক এবং রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় রেললাইনে ধ্বস মেরামতের কাজ। যদিও দফায় দফায় বৃষ্টির ফলে মেরামতের কাজে বেগ পেতে হয় রেলের কর্মীদের। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে আদ্রা ডিভিশন এর ডাউনলাইন দিয়েই চালানো হয় ট্রেন। অন্যদিকে মেদিনীপুর খড়গপুর স্টেশনের মাঝে গকুলপুরেও রেললাইনে ধ্বস নামে। যদিও গোকুলপুরে ধসের ফলে ট্রেন চলাচলে খুব একটা সমস্যা হয়নি।
Partha Mukherjee