নারী তুমি অনন্যা... রূপে-গুণে সেবা কিংবা প্রেমে! মেদিনীপুরের পায়েল পাল। নিজের জন্মদিনে শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য প্রেম ও ভালোবাসার শহর মেদিনীপুরের সাক্ষাৎ অনন্যা রূপে ধরা দিলেন হাজার হাজার মানুষের কাছে। ইচ্ছে ছিল নিজের ৩৪ তম জন্মদিন একটু অন্যভাবে পালন করবেন।
তাই গত চার বছর ধরে অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে বাড়িয়ে তোলা, প্রায় কুড়ি ইঞ্চি চুল কেটে প্যাকেটে ভরে তা কুরিয়ার করে দিলেন ক্যান্সার আক্রান্ত রোগীনীদের জন্য। মেদিনীপুর শহর লাগোয়া তলকুই এলাকার বাসিন্দা গৃহবধূ পায়েল পাল (দাস) বৃহস্পতিবার এভাবেই নিজের জন্মদিনটিকে সবরকম ভাবে সার্থক করে তুললেন। তাঁকে বিভিন্ন ভাবে সাহায্য করলেন স্বামী অরিন্দম দাস।
advertisement
প্রসঙ্গত, পায়েল অরিন্দম দুজনই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত, শুধু নামমাত্র সদস্য হিসেবে নয় দুজনে সারা বছর ধরে অসংখ্য সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। অরিন্দম একাধারে শিক্ষক, সমাজকর্মী, পরিবেশ, ও বন্যপ্রাণী আলোকচিত্রী, (Wild life photographer)। যোগ্য সহধর্মিনী পায়েল একাধারে মডেল, সমাজকর্মী ও গৃহকর্ত্রী।
পায়েলের ৩৪ তম জন্মদিনে এক ব্যতিক্রমী ভাবনা ও চেতনার পরিচয় দিয়ে তাঁরা যে নিজেদের কর্ম পরিচয়ের প্রতি যোগ্য সুবিচার করলেন, এ বিষয়ে সকল মেদিনীপুর তথা জেলাবাসী একমত। পায়েল জানালেন, মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর মৌসম মজুমদার বছর চারেক আগে তাঁর লম্বা চুল দেখে তাকে এই মহৎ কর্মের জন্য অনুপ্রাণিত করেন।
এরপর নিজে খুব প্রিয়, গোছা ভরা পরিপাটি করে সাজানো চুলগুলি দান করার আগে কিছু পিছুটান উপলব্ধি করলেও, এক মহান উদ্দেশ্য সাধনের আন্তরিক তাগিদের কাছে নিমেষেই তা হার মানে ! বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি সংস্থার কাছে এই চুল পায়েল পাঠিয়ে দিলেন স্বামী অরিন্দম এর সহযোগিতায়। পায়েল ও অরিন্দমের একমাত্র ছেলে অভিরূপ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সপ্তম শ্রেণীর ছাত্র। মায়েরে মহানুভবতায় অভিরূপও গর্বিত।
পায়েলের স্বামী অরিন্দম দাস বলেন, ক্যান্সার আক্রান্ত মহিলাদের জন্য পায়েলের এই চুল দেওয়ার সিদ্ধান্তকে মেনে নিয়ে ওকে আরো উৎসাহিত করেছি। এতদিন ওর প্রতি আমার মনে ভালবাসা ছিল, ওর এই সিদ্ধান্তের পর ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা সম্মানের জায়গাও তৈরি হল আমার মনে।
Partha Mukherjee