TRENDING:

জন্মদিনে ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করলেন মেদিনীপুরের পায়েল দাস

Last Updated:

নিজের ৩৪ তম জন্মদিন উপলক্ষে মেদিনীপুর শহরের তলকুই এলাকার সমাজসেবীকা পায়েল দাস ক্যান্সার আক্রান্তদের জন্য উপহার হিসেবে উৎসর্গ করলেন নিজের চুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর:  নিজের ৩৪ তম জন্মদিন উপলক্ষে মেদিনীপুর শহরের তলকুই এলাকার সমাজসেবীকা পায়েল দাস ক্যান্সার আক্রান্তদের জন্য উপহার হিসেবে উৎসর্গ করলেন নিজের চুল।
advertisement

নারী তুমি অনন্যা... রূপে-গুণে সেবা কিংবা প্রেমে! মেদিনীপুরের পায়েল পাল। নিজের জন্মদিনে শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য প্রেম ও ভালোবাসার শহর মেদিনীপুরের সাক্ষাৎ অনন্যা রূপে ধরা দিলেন হাজার হাজার মানুষের কাছে। ইচ্ছে ছিল নিজের ৩৪ তম জন্মদিন একটু অন্যভাবে পালন করবেন।

তাই গত চার বছর ধরে অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে বাড়িয়ে তোলা, প্রায় কুড়ি ইঞ্চি চুল কেটে প্যাকেটে ভরে তা কুরিয়ার করে দিলেন ক্যান্সার আক্রান্ত রোগীনীদের জন্য। মেদিনীপুর শহর লাগোয়া তলকুই এলাকার বাসিন্দা গৃহবধূ পায়েল পাল (দাস) বৃহস্পতিবার এভাবেই নিজের  জন্মদিনটিকে সবরকম ভাবে সার্থক করে তুললেন। তাঁকে বিভিন্ন ভাবে সাহায্য করলেন স্বামী অরিন্দম দাস।

advertisement

প্রসঙ্গত, পায়েল অরিন্দম দুজনই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত, শুধু নামমাত্র সদস্য হিসেবে নয় দুজনে সারা বছর ধরে অসংখ্য সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। অরিন্দম একাধারে শিক্ষক, সমাজকর্মী, পরিবেশ, ও বন্যপ্রাণী আলোকচিত্রী, (Wild life photographer)। যোগ্য সহধর্মিনী পায়েল একাধারে মডেল, সমাজকর্মী ও গৃহকর্ত্রী।

পায়েলের ৩৪ তম জন্মদিনে এক ব্যতিক্রমী ভাবনা ও চেতনার পরিচয় দিয়ে তাঁরা যে নিজেদের কর্ম পরিচয়ের প্রতি যোগ্য সুবিচার করলেন, এ বিষয়ে সকল মেদিনীপুর তথা জেলাবাসী একমত। পায়েল জানালেন,  মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর মৌসম মজুমদার বছর চারেক আগে তাঁর লম্বা চুল দেখে তাকে এই মহৎ কর্মের জন্য অনুপ্রাণিত করেন।

advertisement

এরপর নিজে খুব প্রিয়, গোছা ভরা পরিপাটি করে সাজানো চুলগুলি দান করার আগে কিছু পিছুটান উপলব্ধি করলেও, এক মহান উদ্দেশ্য সাধনের আন্তরিক তাগিদের কাছে নিমেষেই তা হার মানে ! বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি সংস্থার কাছে এই চুল পায়েল পাঠিয়ে দিলেন স্বামী অরিন্দম এর সহযোগিতায়। পায়েল ও অরিন্দমের একমাত্র ছেলে অভিরূপ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সপ্তম শ্রেণীর ছাত্র। মায়েরে মহানুভবতায় অভিরূপও গর্বিত।

advertisement

পায়েলের স্বামী অরিন্দম দাস বলেন, ক্যান্সার আক্রান্ত মহিলাদের জন্য পায়েলের এই চুল দেওয়ার সিদ্ধান্তকে মেনে নিয়ে ওকে আরো উৎসাহিত করেছি। এতদিন ওর প্রতি আমার মনে ভালবাসা ছিল, ওর এই সিদ্ধান্তের পর ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা সম্মানের জায়গাও তৈরি হল আমার মনে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

 Partha Mukherjee

বাংলা খবর/ খবর/Local News/
জন্মদিনে ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করলেন মেদিনীপুরের পায়েল দাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল