TRENDING:

WestBengal News| Childrens' Park to Open: ছোটদের জন্য নতুন রুপে উন্মুক্ত হচ্ছে মেদিনীপুরের অরবিন্দ শিশু উদ্যান

Last Updated:

পশ্চিম মেদিনীপুরে (West Midanapore) খুলে যাবে অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা (Midnapore Arabinda Children Park and Zoo), তবে মানতে হবে করোনা বিধি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুরে: ঘরবন্দি জীবন, বিপন্ন শৈশব (Lockdown)! গত ১৮ মাসের এক চরম বাস্তবতা। ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হচ্ছে (New Normal Time)। করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি থাকলেও (Coronavirus Third Wave), এ রাজ্যে বা জেলা গুলিতে শিশুদের ব্যাপক ভাবে আক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি (Children in Bengal is not affected much till now)। তাই, বাবা-মা'দের সাথে শিশুরাও বাইরে বেরোতে শুরু করেছে (children gradually going out with parents)। খেলাধুলা করছে ঘরের কাছাকাছি মাঠে। তারাও এবার বলে উঠতে চাইছে- "থাকবো নাকো বদ্ধ ঘরে..."! এর মধ্যেই, তাদের জন্য সুখবর শোনালো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। খুলে যাবে জেলা শহর মেদিনীপুরে অবস্থিত- 'অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা (Midnapore Arabinda Children Park and Zoo)।' সম্পূর্ণ নতুন সাজে, নতুন রূপে।
advertisement

ইতিমধ্যেই শিশু উদ্যানকে নতুন রুপে সাজিয়ে তোলার কাজ সম্পন্ন হয়েছে। সেই কাজ দেখতে শিশু উদ্যানে পরিদর্শনও সেরে ফেলেছেন অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা। জেলাশাসক ডঃ রশ্মি কমল জানিয়েছেন, "করোনা বিধি মেনে এবার খুলে দেওয়া হবে শিশু উদ্যান। সাজিয়ে তোলার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে।" জেলা প্রশাসন সুত্রে জানা গেছে বুধবার ৮ ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের (Park to open for all) মধ্য দিয়ে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হবে অরবিন্দ শিশু উদ্যান।

advertisement

আরও পড়ুন West Bengal News| Drugs and Murder: মাদকের নেশায় বাধা দেওয়াতেই দাদাকে খুন, চক্রের 'পান্ডা'কে গ্রেফতার করল পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, করোনা কালে বন্ধ ছিল সুপ্রাচীন (১৯৭৬ সালে নির্মিত) এই শিশু উদ্যান ও চিড়িয়াখানা। সেই সময়ের মধ্যে চলছিল সংস্কার ও আধুনিকীকরণের কাজ। জেলা প্রশাসনের উদ্যোগে সেই কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী বুধবার তা নতুন ভাবে উন্মুক্ত হতে চলেছে বলে সূত্রের খবর। থাকতে পারেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও। তবে, আপাতত ৫০ শতাংশ প্রবেশাধিকার থাকবে (Park to have 50% capacity)। মাস্ক, স্যানিটাইজার (COVID19 protocol) সহ মেনে চলতে হবে করোনা বিধি। এতেই খুশি শহরবাসী তথা জেলা বাসীও!

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
WestBengal News| Childrens' Park to Open: ছোটদের জন্য নতুন রুপে উন্মুক্ত হচ্ছে মেদিনীপুরের অরবিন্দ শিশু উদ্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল