ইতিমধ্যেই শিশু উদ্যানকে নতুন রুপে সাজিয়ে তোলার কাজ সম্পন্ন হয়েছে। সেই কাজ দেখতে শিশু উদ্যানে পরিদর্শনও সেরে ফেলেছেন অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা। জেলাশাসক ডঃ রশ্মি কমল জানিয়েছেন, "করোনা বিধি মেনে এবার খুলে দেওয়া হবে শিশু উদ্যান। সাজিয়ে তোলার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে।" জেলা প্রশাসন সুত্রে জানা গেছে বুধবার ৮ ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের (Park to open for all) মধ্য দিয়ে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হবে অরবিন্দ শিশু উদ্যান।
advertisement
প্রসঙ্গত, করোনা কালে বন্ধ ছিল সুপ্রাচীন (১৯৭৬ সালে নির্মিত) এই শিশু উদ্যান ও চিড়িয়াখানা। সেই সময়ের মধ্যে চলছিল সংস্কার ও আধুনিকীকরণের কাজ। জেলা প্রশাসনের উদ্যোগে সেই কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী বুধবার তা নতুন ভাবে উন্মুক্ত হতে চলেছে বলে সূত্রের খবর। থাকতে পারেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও। তবে, আপাতত ৫০ শতাংশ প্রবেশাধিকার থাকবে (Park to have 50% capacity)। মাস্ক, স্যানিটাইজার (COVID19 protocol) সহ মেনে চলতে হবে করোনা বিধি। এতেই খুশি শহরবাসী তথা জেলা বাসীও!