এছাড়াও তিনি তাঁর বক্তব্যে,কোল সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি বঞ্চনার কথা তুলে ধরেন। এদিন অনুষ্ঠানে তিনি হো ভাষায় লেখা কার্তিক বাঅঁদার একটি সাংস্কৃতিক বই "রুমুল" এর অনুষ্ঠানিক প্রকাশ করেন। ওড়িশা থেকে আগত হো ভাষার প্রচারক অনুষ্ঠানের মূল বক্তা ব্রহ্মচারী ববি পঙ্কজ শিরকা,হো সাহিত্য, সংস্কৃতি ভাষা যাতে হারিয়ে না যায়,এই ভাষার ইতিহাস এবং এই ভাষার সাংবিধনিক স্বীকৃতি নিয়ে বক্তব্য রাখেন। রাঁচি বিশ্ববিদ্যালয়ের হো ভাষার গবেষক বীর সিং বিরুলী তাঁর বক্তব্যে ,হো ভাষার গবেষণার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। পশ্চিমবঙ্গের সমাজ কর্মী ঝর্না আচার্য কোল সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা তুলে ধরেন।
advertisement
সমাজ কর্মী ও আদিম জনজাতিদের গবেষক ডঃ শান্তনু পাণ্ডা তাঁর বক্তব্যে,কোল উপজাতিরা যাতে অন্য উপজাতিদের মতো সমস্ত সুযোগ সুবিধা পায় এবং হো ভাষায় লেখা বই যাতে স্কুল ও কলেজে চালু করার দাবি জানান। পাশাপাশি তিনি জেলা ও ব্লক স্তরের গ্রন্থাগারে এই সমস্ত বই রাখার দাবি জানান।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড রাজ্যের এম. পি গীতা কোড়া, পশ্চিমবঙ্গ সরকারের সি. আর.আই এর প্রাক্তন অধিকর্তা ডঃ প্রসেনজিত দেব বর্মন, লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতির গবেষক দীপঙ্কর ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিরসা তীরকে, কোল হো সমাজ হায়াম সানগম সোসাইটির রাজ্য সম্পাদক বীরেন তুবিদ ও সভাপতি কার্তিক বাঅঁদা, ডেবারা থানার ও সি, বিশিষ্ট সমাজসেবী শ্যামল মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য দিপালী সিং গাগরাই, গোলগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক গাঙ্গুলী প্রমুখ। সোসাইটির জেলা সম্পাদক মানস সিং পূর্তি স্বাগত ভাষন দেন । অনুষ্ঠানের মঞ্চ থেকে "কোল হো সমাজ হায়াম সনাগম সোসাইটির রাজ্য সম্পাদক বীরেন তুবিদ কোল সম্প্রদায়কে পশিচ্মবঙ্গ সরকারের তপসিলি উপজাতি ভুক্ত করার দাবী জানান।
এদিন অনুষ্ঠানে শারদ উৎসবকে সামনে রেখে সোসাইটির পক্ষ থেকে ১২০ জন মহিলাদের নতুন শাড়ি দেওয়া হয়। এছাড়াও এদিন কোল তথা হো উপজাতির গৃহস্থালীতে ব্যবহার হতো এই রকম বহু জিনিসপত্র সোসাইটির পক্ষ থেকে সংগ্রহ করে এই দিন মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের কালচারাল রিসাচ ইন্সটিটিউট এর প্রাক্তন ডিরেক্টর ড. প্রসেনজিত দেব বর্মন হাতে তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী সংগ্রহ শালায় রাখার জন্য। এদিনের অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি বিভিন্ন লোকনৃত্য পরিবেশিত হয়।