Viral| Manike Mage Hithe: মানিকে মাগে হিতে-র বাংলা অনুবাদ, মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করলেন মেদিনীপুরের বাবা-মেয়ে!
- Published by:Pooja Basu
Last Updated:
মানিকে মাগে হিতেকে (Manike Mage Hithe) বাংলায় করা হয়েছে মা-মাটি-মানুষ হিতে(Maa Mati Manush Hithe)৷
শ্রীলঙ্কন গায়িকা ইওহানির (Yohani) "মানিকে মাগে হিথে" (Manike Mage Hithe) বাংলা সংস্করণ যা ভারতের জনপ্রিয় নেত্রী বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উৎসর্গ করলেন মেদিনীপুরের অন্যতম (Midnapore Father Daughter) সমাজসেবী রাজেশ চক্রবর্ত্তী ও তাঁর মেয়ে অপরাজিতা।
পাঁচদিন আগেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Song Manike Mage Hithe in Bengali) হয়েছে সেই গান। ঝড়ের গতিতে লাইক ও শেয়ারও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৈরি এই গান (Bengal News)। গানটির কথা লিখেছেন এবং rap করেছেন সৌরভ, গেয়েছেন অপরাজিতা ও মনীষা, সিনেমাটোগ্রাফি, অ্যারেঞ্জমেন্ট ও পোস্ট প্রোডাক্টশনে দেবপ্রিয় এবং সমগ্র পরিকল্পনা ও প্রোডাক্টশনের দায়িত্বে ছিলেন মেদিনীপুরের রাজেশ চক্রবর্ত্তী।
advertisement
advertisement
মানিকে মাগে হিতেকে বাংলায় করা হয়েছে মা-মাটি-মানুষ হিতে(Maa Mati Manush Hite)৷ গানের মধ্যে তুলে ধরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের গল্প৷ সঙ্গে তাঁর সাধারণ জীবনযাবনের কথা৷ তিনি যে সবসময় মানুষের পাশে এবং মানুষের জন্য কাজ করছেন, সেটা রয়েছে পুরো গানটা জুড়েই৷
advertisement
এক সাক্ষাৎকারে মেদিনীপুরের রাজেশ বাবু জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষদের জন্য যে যে প্রকল্প শুরু করেছেন, অন্যান্য রাজ্যের তুলনায় এরাজ্যের মানুষ সরকারের পক্ষ থেকে যা পেয়েছেন বা পাচ্ছেন, তা অকল্পনীয়। এরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সারা বিশ্বে নজির স্থাপন করেছেন তিনি। তাই এই গানটি (Manike Mage Hithe dedicated to Mamata Banerjee) তাঁকেই উৎসর্গ করার মতো।
advertisement
অন্যদিকে রাজেশ চক্রবর্ত্তীর মেয়ে অপরাজিতা চক্রবর্ত্তী জানায়, সে আগে কোনদিন গান করেনি। এই গানটি প্রথম সে গেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সে জানায়, একদিকে গানটি যেমন জনপ্রিয়, তেমনই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গোটা দেশ সহ বিশ্ববাসীর কাছে জনপ্রিয়৷ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করার জন্য এই গানটি বেছে নিয়েছে সে। ইওহানির গানটি জনপ্রিয় হয়েছে, প্রচুর ভিউ, শেয়ার হয়েছে৷ বাংলা ভাষায় এই গানটি মুখ্যমন্ত্রীর জন্য তৈরি করে এটাকে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে আরও সাহায্য করলেন রাজেশবাবু ও তাঁর কন্যা৷ ইতিমধ্যেই রাজেশ চক্রবর্তীর সেই গানও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো শেয়ার হয়েছে। আগামীদিনে এই ধরনের গান আরও করার ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছেন রাজেশ চক্রবর্তী।
view commentsLocation :
First Published :
September 21, 2021 10:47 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
Viral| Manike Mage Hithe: মানিকে মাগে হিতে-র বাংলা অনুবাদ, মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করলেন মেদিনীপুরের বাবা-মেয়ে!