TRENDING:

Bengali News| West Midnapore: দীর্ঘ ১৯ বছর পর মেদিনীপুরের বাসিন্দা সঞ্জয় ভকতের বাড়িতে জ্বলল আলো!

Last Updated:

এলাকায় (West Midnapore) ১৯ বছর আগে বাড়ি তৈরি করলেও প্রতিবেশীদের (neighbour) সমস্যার জেরে নিজের বাড়িতে বিদ্যুৎ সংযোগ (Electricity) নিতে পারেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: দীর্ঘ উনিশ বছর পর বৈদ্যুতিক আলোর (Electric connection) মুখ দেখল মেদিনীপুর পৌরসভা এলাকার বাসিন্দা ঝাড়েশ্বর ভকতের পরিবার। মেদিনীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চিড়িমারসাই এলাকার বাসিন্দা ঝাড়েশ্বর ভকত এই এলাকায় ১৯ বছর আগে বাড়ি তৈরি করলেও প্রতিবেশীদের সমস্যার জেরে নিজের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে পারেননি।
advertisement

বহুবার এলাকার কাউন্সিলর পৌরসভা ও বিদ্যুৎ দপ্তরে আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি। এমতাবস্থায় একপ্রকার বিদ্যুৎ পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন ঝাড়েশ্বর বাবু। অবশেষে ১৯ বছর পর ঝাড়েশ্বর ভকতের ছেলে সঞ্জয় ভকত (after 19 years electricity came to house) দ্বারস্থ হন ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে। তৃণমূল নেতৃত্ব ভগৎ পরিবারকে আশ্বস্ত করেন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবেন।

advertisement

আরও পড়ুন Bengal News| Howrah: পুজোয় মানতে হবে সমস্ত কোভিড-বিধিই, খুঁটি পুজোয় এসে জানালেন দক্ষিণ হাওড়ার বিধায়ক

অবশেষে প্রতিবেশীদের বিভিন্ন বাধা উপেক্ষা করে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ দপ্তর এর প্রচেষ্টায় শহর তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় শুক্রবার ভকত পরিবার দেখতে পেলো বৈদ্যুতিক আলো (with help of local TMC leaders electricity reached home of Sanjay Bhakt)। সঞ্জয় ভকত জানায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বদা অসহায় মানুষদের পাশে থাকেন, তা আরও একবার তৃণমূল নেত্রীর আদর্শে অনুপ্রাণিত এই এলাকার তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

advertisement

সঞ্জয় ভকতের ১০ দিনের কন্যা সন্তান কোলে নিয়ে তার স্ত্রী ভারতী ভকত জানায়, দীর্ঘ উনিশ বছর অন্ধকারে থাকার পর আজ বিদ্যুতের আলো ও পাখার বাতাস কেমন হয় জানলাম অনুভব করলাম আমি ও আমার ছোট্ট শিশুটিও। আর এসবের জন্য সঞ্জয় ভকতের পরিবার স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে চির কৃতজ্ঞ থাকবেন বলেও জানালেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অন্যদিকে এলাকার একটি অসহায় দরিদ্র পরিবারে দীর্ঘ উনিশ বছর পর বিদ্যুতের ব্যবস্থা করে দিতে পেরে আনন্দিত এলাকার তৃণমুল ওয়ার্ড সভাপতি বরুন বোস, সম্পাদক সন্তু পাল সহ অন্যান্যরা (TMC leaders and workers happy for Bhakt family)। তারা জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই অসহায় পারিবারের পাশে দাড়াই, এবং তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করি।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
Bengali News| West Midnapore: দীর্ঘ ১৯ বছর পর মেদিনীপুরের বাসিন্দা সঞ্জয় ভকতের বাড়িতে জ্বলল আলো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল