Bengal News| Howrah: পুজোয় মানতে হবে সমস্ত কোভিড-বিধিই, খুঁটি পুজোয় এসে জানালেন দক্ষিণ হাওড়ার বিধায়ক

Last Updated:

পুজোয় মানতে হবে সমস্ত কোভিড-বিধিই, (COVID19 protocol to be maintained in Durga Puja) বি গার্ডেন এলাকায় খুঁটি পুজোয় এসে জানালেন দক্ষিণ হাওড়ার বিধায়ক (South Howrah MLA)

#হাওড়া:  আর দেড় মাসও বাকি নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব ' মা দুর্গার আগমনের ' (Durga Puja)। প্রতিবছরই জন্মাষ্টমীর (Janmasthami) পর শুরু হয়ে যায় মা এর আগমনীর শেষ মুহূর্তের প্রস্তুতি (durga puja preperation from Janmasthami) । তবে গত বছরের মতো একইভাবে এই বছরেও রয়েছে করোনার ভ্রুকুটি । যদিও মারণ ভাইরাসের (Coronavirus) আবহে এই বছরের দুর্গাপুজো কি আদৌ আগের মতোই জাঁকজমক করে হতে পারবে , নাকি গত বছরের মতোই জাঁকজমকহীন ভাবে উদযাপিত হবে দেবীর আরাধনা , সেই নিয়ে এখনও ধন্দে রয়েছে শহরবাসী (COVID19 to effect Durga Puja celebration) ।
অন্যদিকে হাওড়ার বেশিরভাগ পুজো - কমিটিগুলিই এই প্রশ্নের নেতিবাচক উত্তর খুঁজতে নারাজ । পুজো যখন হবেই , তাই খুঁটি পুজোতে দেরি কিসের ? এটা ভেবেই জেলার বেশ কয়েকটি বড় পুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজ এবং রবিবার । রবিবার শিবপুর মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব (Shibpur Mandirtala Sarbojanin Durgotsav Committee) কমিটি , ইছাপুর সংঘমিত্র ক্লাবের মত বেশ কয়েকটি পুজো কমিটির খুঁটি পুজো আয়োজিত হয় । পাশাপাশি এদিন বি গার্ডেন এলাকার মধুসূদন দাস লেন - বাইলেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি - অধিবাসী বৃন্দের খুঁটি পুজো অনুষ্ঠিত হল (khuti pujo) ।
advertisement
advertisement
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরীও  (South Howrah MLA Nandita Chowdhury)। ঢাকের তালে , পুরোহিত মশাইয়ের ঘণ্টাধ্বনিতে , লাল পাড় সাদা শাড়ি পরিহিত কমিটির মহিলা সদস্য ও অন্য সদস্যদের উপস্থিতিতে যেন দুর্গাপূজোর আবহই সৃষ্টি হয় খুঁটি পুজোর অনুষ্ঠানে । পাশাপাশি এদিন বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচিও পালন করেন ওই কমিটির সদস্যরা।
advertisement
খুঁটি পুজোর অনুষ্ঠানে এসে নিজের এলাকার সব পুজো কমিটিগুলির পাশে থাকার আশ্বাস দেন বিধায়িকা নন্দিতা চৌধুরী । তিনি জানান , " মায়ের আগমণ সব সময়ই অত্যন্ত আনন্দের। তবে আমাদের মনে রাখতে হবে আমরা এক ভয়ঙ্কর প্যানডেমিকের মধ্য দিয়ে যাচ্ছি । তাই সবার উচিৎ পুজোর মধ্যে সমস্ত করোনাবিধিগুলি মেনে চলা (COVID19 protocal to be maintained in Durga Puja) । মাস্ক পরা ও নিজেদের মধ্যে নির্দিষ্ট শারীরিক দূরত্ববিধিগুলিও সর্বদা বজায় রাখতে হবে । হতে পারে হয়তো এই বছরে মায়ের আগমনেই শেষ হবে এই মারণ ভাইরাসের ক্ষমতা । "
advertisement
প্রসঙ্গত খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার নবনিযুক্ত প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপার্সন ও 40 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সৈকত চৌধুরী । হাওড়ায় জল জমা সমস্যার সমাধানের প্রশ্নে তিনি জানান , " পুজোর আগে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে পুরসভার জলনিকাসি ব্যবস্থা ও রাস্তাঘাট ঠিক করানোর বিষয়ে । আগামী একমাস এটাই পুরসভার প্রধান লক্ষ্য থাকবে । " তবে জল জমা সমস্যার চিরস্থায়ী সমাধানে এখনও অন্তত এক থেকে দেড় বছর সময় লাগবে বলেও জানান তিনি ।
advertisement
শান্তনু চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Howrah: পুজোয় মানতে হবে সমস্ত কোভিড-বিধিই, খুঁটি পুজোয় এসে জানালেন দক্ষিণ হাওড়ার বিধায়ক
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement