বীরভূম জেলার ডিআই অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি বছর বীরভূমে মোট ৬০ জন পরীক্ষার্থী প্রথম দশে রয়েছেন। যাদের মধ্যে দুজন ৬৯৭ নম্বর পেয়ে ৭৯ জন সম্ভাব্য প্রথম স্থানাধিকারীর তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছেন। সম্ভাব্য এই প্রথম স্থানাধিকারী দু\'জন বীরভূমের মাধ্যমিক পরীক্ষার্থী হলেন অনস্মিতা ভট্টাচার্য এবং সুমিত মুখার্জি।
অনুস্মিতা ভট্টাচার্য্য বীরভূমের সিউড়ির সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের ছাত্রী এবং তিনি সিউড়ির সোনাতোর পাড়ার বাসিন্দা। অন্যদিকে সুমিত মুখার্জি বীরভূমের রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবনের ছাত্র। সুমিত রামপুরহাটের ১১ নম্বর ওয়ার্ডের ডাক্তার পাড়ায় বসবাস করেন।
advertisement
বীরভূম জেলা বিদ্যালয় পরিদর্শক সমরেন্দ্র নাথ সাঁতরা জানিয়েছেন, চলতি বছর বীরভূমের মোট ৪৪,৭৩৬ জন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। উল্লেখযোগ্যভাবে জেলায় এবার ছাত্রীদের সংখ্যা ছিল নজরকাড়া। ২৬,৫৫২ জন ছাত্রী এবং ১৮,১৮৪ ছাত্র এবার মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। যারা প্রত্যেকেই পাস করেছেন। পাশাপাশি জেলায় প্রথম দশে রয়েছেন ৬০ জন মাধ্যমিক পরীক্ষার্থী।
পরীক্ষার ফলাফল বের হওয়ার পর বীরভূম জেলার ডিআই অফিসের তরফ থেকে জেলার এই প্রথম দশে থাকা ৬০ জন মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে তাদের মিষ্টি, ফুল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণ করা শুভেচ্ছা পত্র পৌঁছে দেওয়া হয়।
প্রসঙ্গত, চলতি বছর ভয়ঙ্কর করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়ে ওঠেনি। তবে রাজ্য সরকার পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক এদিন ফলাফল প্রকাশিত হয় এবং এই ফলাফল প্রকাশিত হওয়ার পরেই এই অভূতপূর্ব জেলার ফলাফল সামনে আসে।