TRENDING:

এবারও বের হলো না তারাপীঠে তারা মায়ের রথ, মন খারাপ পূণ্যার্থীদের

Last Updated:

এবারও বের হলো না তারাপীঠে তারা মায়ের রথ, মন খারাপ পূণ্যার্থীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাধব দাস, বীরভূম : বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে রথযাত্রা হল একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ। এই দিনটিকে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা শুভ দিন হিসেবে মনে করেন। অন্যদিকে রথযাত্রা মানেই হলো জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। তবে বীরভূমের তারাপীঠের রথে রয়েছে ভিন্নতা। আর এই ভিন্নতার স্বাদ পেতে বছরের পর বছর ধরে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের আগমন ঘটে থাকে। তবে করোনাকালে গত বছরের মতো এবারও তারা মায়ের রথ বের হলো না তারাপীঠে। স্বাভাবিকভাবেই মন খারাপ পূণ্যার্থীদের।
advertisement

তারাপীঠের রথযাত্রার যে ভিন্নতা রয়েছে তা হলো, এখানে অন্যান্য জায়গার মতো রথযাত্রায় জগন্নাথ, বলরাম অথবা সুভদ্রা রথে সাওয়ারি করেন না। পরিবর্তে রথে সাওয়ারি করেন তারা মা। তারা মাকে রাজ বেশে সাজিয়ে রথে চাপিয়ে তারাপীঠ পরিক্রমা করানো হয়। প্রাচীনকাল থেকেই এই রীতি চলে আসছে। পাশাপাশি এই দিনই একমাত্র তারা মা গর্ভগৃহ থেকে বের হয়ে রথে চেপে তারাপীঠ পরিক্রমা করেন। কিন্তু গত বছরের মতো এ বছরও পূণ্যার্থীদের মন্দিরের বাইরে তারা মাকে দর্শন করার সৌভাগ্য হলো না করোনার কারণে।

advertisement

তবে তারা মাকে তারাপীঠ পরিক্রমা করানো না হলেও রীতি মেনে গর্ভগৃহ থেকে বাইরে আনা হয় এবং রথ ঘরে দাঁড়িয়ে থাকা রথে তাকে চাপানো হয়। সেখানে রীতি মেনে পূজা অর্চনা করাও হয়। অন্যদিকে তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা কেবলমাত্র তারা মায়ের ছবি নিয়ে কীর্তন সহকারে তারাপীঠ পরিক্রমা করেন।

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি জানিয়েছেন, \"মন খারাপ হলেও করোনা যাতে নতুন করে সংক্রমণ না ছড়ায় তার জন্য ভক্তরা এবং মন্দির কমিটির সদস্যরা হাসিমুখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গত বছরের মতো এ বছরও রথের চাপিয়ে তারা মাকে ঘোরানো সম্ভব হলো না।\"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, স্বাভাবিক সময়ে প্রতিবছর তারা মায়ের এই রথযাত্রাকে কেন্দ্র করে তারাপীঠে মেলা বসতো। পার্শ্ববর্তী একাধিক গ্রাম থেকে হাজার হাজার মানুষের সমাগম হতো সেই মেলায়। এই দিনটিতে জমজমাট থাকতো তারাপীঠ। কিন্তু গত বছর থেকে করোনা আবহে এই সব হারিয়েছে তারাপীঠ চত্বর। যার ফলে চেনা তারাপীঠে তৈরি হয়েছে অচেনা চিত্র।

বাংলা খবর/ খবর/Local News/
এবারও বের হলো না তারাপীঠে তারা মায়ের রথ, মন খারাপ পূণ্যার্থীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল