এরপর, পুলিশ কাকুদের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ছোট্ট রাজা দাস। সকালে ক্যানিং থানার পুলিশ ও চাইল্ড লাইনের সহায়তায় জানা যায়, ওই শিশুটির বাবা বিষ্ণু দাস ও মা লক্ষী দাস। বারুইপুর থানার অন্তর্গত পিয়ালীর পিন্টু নস্কর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। গত প্রায় এক সপ্তাহ আগে, ভাড়া বাড়িতে ওই শিশুটিকে একা ফেলে রেখে অন্যত্র চলে যান বাবা মা। এই ঘটনায়, শিশুটি বড়ই একা হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ভাড়া বাড়ির মালিক পিন্টু নস্কর পিয়ালী ষ্টেশন থেকে ওই শিশুকে ডাউন ক্যানিং লোকালে তুলে দেয়।
advertisement
ক্যানিং থানার পুলিশ ওই শিশুটির সুরক্ষার জন্য ক্যানিং চাইল্ড লাইনের হাতে তুলে দেয়। শিশুটি যাতে সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকে তার জন্য ক্যানিং চাইল্ড লাইন শিশুটিকে হোমে রাখার বন্দোবস্ত করে।
ক্যানিং চাইল্ড লাইনের অন্যতম সদস্য বান্টf মুখোপাধ্যায় জানিয়েছেন, “আপাতত শিশুটির সুরক্ষার জন্য হোমে রাখা হবে। পরে পুলিশের সহযোগিতায় ওই শিশুর পরিবারের লোকজনদের খোঁজ পাওয়া গেলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।” অন্যদিকে, ক্যানিং থানার পুলিশ ওই শিশুর পরিবারের খোঁজ পেতে এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে।