TRENDING:

Durga Puja 2021: বিপ্লবের গন্ধ মেখে মাতৃ আরাধনা নেতাজীর ভিটেবাড়িতে

Last Updated:

Durga Puja 2021: পুজোর দিন গুলিতে নেতাজী সুভাষচন্দ্র বোসের আসতেন এই পৈত্রিক ভিটেবাড়িতে, আজও লুকিয়ে বহু ইতিহাস!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ ২৪ পরগনা: তিন শতাব্দী পার করে আজও অমলিন নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মভিটে কোদালিয়ার শারদোৎসব। ইতিহাসের গন্ধ আর বিপ্লবীদের বীরগাথা গায়ে মেখে বসু (Durga Puja 2021) পরিবারের ভিটেতে প্রচলিত দুর্গাপুজোর ঘ্রাণ নিতে তাই ভিড় জমান ভিনদেশের বাসিন্দারাও।
নেতাজির পৈত্রিক ভিটের দুর্গাপুজো
নেতাজির পৈত্রিক ভিটের দুর্গাপুজো
advertisement

এলাকাবাসীদের দাবি, নেতাজীর ঠাকুরদা হরনাথ বসুর এ বাড়িতে, প্রায় তিনশো বছর আগে দুর্গাপুজোর(Durga Puja 2021) প্রচলন হয়। আজও এলাকার মানুষ সোনারপুর কোদালিয়ার বসু পরিবারের এই পুজোকেই, প্রাচীন পুজো বলে জানেন।

বহু দূর-দূরান্তের  মানুষজন ছাড়াও বসু পরিবারের বাসিন্দারা অষ্টমীতে কোদালিয়ার বসত বাড়িতে ভিড় জমান পুজো(Durga Puja 2021) দেখার জন্য। আর দশমীতে বিজয়ার পর, তাঁরা আবার ফিরে যান। তবে এই পুজোয় বিশেষ আকর্ষণ এর কেন্দ্র হয়ে ওঠে অষ্টমীর সন্ধ্যা। আজও সন্ধি পুজো দেখতে দেখতে নষ্টালজিক হয়ে যান এলাকার মানুষরা।

advertisement

বসু পরিবারের প্রতিবেশী বৃদ্ধা জ্যোৎস্না ঘোষ বলেন, ‘নেতাজী অন্তর্ধান হওয়ার আগে এলগিন রোডের বাড়ি থেকে সুভাষগ্রামের এই বাড়িতে(Durga Puja 2021) আসেন। মাঝ রাতে তিনি পাঞ্জাবীর ছদ্মবেশে দাঁড়ি গোঁফ লাগিয়ে সেই যে চলে গেলেন আর তাঁর সন্ধান পাওয়া যায়নি।

দক্ষিণ শহরতলির সোনারপুর ষ্টেশনের পরবর্তী ষ্টেশন সুভাষগ্রাম। সেখান থেকে রিকশা, অটো করে দু কিলোমিটার পথ গেলেই সুভাষচন্দ্রের পৈত্রিক ভিটে কোদালিয়া(Durga Puja 2021)। ভগ্নপ্রায় নেতাজীর বাড়ি, বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে সেজে উঠেছে। যতটুকু পুরানো বিল্ডিং অবশিষ্ঠ আছে সেটাতে চোখ বোলালেই দেখা যায় চুন-সুরকির মোটা দেওয়াল।

advertisement

উঠোনে সবুজ ঘাসে ভরা বাগিচা। সেখান থেকেই  ধাপে ধাপে লাল রংয়ের সিঁড়ি দিয়ে বসু বাড়ির ঠাকুর দালানে প্রবেশ করতে হয়। সাদা রঙের মস্ত এই ঠাকুরদালানে প্রতিমার গায়ে মাটি লেগেছে, পড়েছে চুন ও রঙের প্রলেপ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি(Durga Puja 2021)।

শোনাযায় তিনশো বছর আগে যখন এই বসু বাড়িতে প্রথম দুর্গা পুজো(Durga Puja 2021) শুরু হয়েছিল তখন এ তল্লাটে আর কোন বারোয়ারি পুজো ছিল না। অনেকের দাবি অষ্টমীর দিন সুভাষচন্দ্র বসু নিজে আসতেন বাড়ির এই পুজোতে। সারাদিন পুজোতে অংশগ্রহণের পর রাত্রিবেলায় এলাকায় বিপ্লবীদের নিয়ে গোপন মিটিং করতেন।

advertisement

আবার কেউ দাবি করেন,  নেতাজী যেদিন অন্তর্ধান হয়েছিলেন শুধুমাত্র সেইদিন রাত্রেই এই বাড়িতে রাত্রি বাস করেছিলেন। ভোর হতেই পাঞ্জাবি সেজে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তবে যে যাই বলুক তিনশো বছর পরেও নেতাজির এই পৈত্রিক বাড়ির দুর্গা পুজোয়(Durga Puja 2021) রয়েছে পরতে পরতে রহস্য, রোমাঞ্চ আর নস্টালজিয়ার ছোঁয়া।

কোদালিয়ার বাসিন্দা উমাকুমার রায় বলেন, ‘দেবীরাজ চৌধুরী নামে এক ব্যক্তি বছরের পর বছর এই পুজোর তত্বাবধান করতেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর আর কেউ সে ভাবে তত্বাবধান করেন না। তবে এলাকার মানুষের আলাদা রকমের এক উন্মাদনা ও নস্টালজিয়া আছে এই পুজোকে (Durga Puja 2021)ঘিরে।‘

advertisement

তাঁর থেকে জানা গেল,  বোস পরিবারের যারা শরিক  বেঁচে রয়েছেন তাঁদের বেশিরভাগ হয় কলকাতায় কিংবা বিদেশে থাকেন। তবে সবাই চেষ্টা করেন অষ্টমীর দিন কোদালিয়ায় নেতাজির পৈত্রিক ভবনে একত্রিত হয়ে সন্ধি পূজায়(Durga Puja 2021) অংশগ্রহন করার। ঠাকুরদালানেও নেতাজী তাঁর জীবনের বেশ কিছুটা মূল্যবান সময় কাটিয়েছেন বলে জানা যায়।

রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস বলেন, ‘ রাজ্য সরকারের উদ্যোগে পৈত্রিক বাসভবন এর সংস্কারের কাজ করা হয়েছে। আরো বেশকিছু পরিকল্পনা রয়েছে। এখানে একটি অতিথি নিবাসও তৈরি হয়েছে। পর্যটকরা এখানে থেকেই পুজোর (Durga Puja 2021)আনন্দ উপভোগ করতে পারবেন।‘

যদিও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই এলাকাবাসীরা এই পুজোয় (Durga Puja 2021)অংশ নেবেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়। বাংলা মায়ের বীর সন্তান নেতাজির পৈতৃক বাড়ির পুজো ঘিরে, তাই আজও উন্মাদনা লক্ষ্য করা যায় মানুষের মধ্যে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/Local News/
Durga Puja 2021: বিপ্লবের গন্ধ মেখে মাতৃ আরাধনা নেতাজীর ভিটেবাড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল