পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী দেবতোষ দাস। গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম সংলগ্ন একটি শঙ্খের দোকান ছিল তার। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তলিয়ে যায় দোকানটি। দেবতোষ দাসের সংসারে, দুই মেয়ে ও স্ত্রী এছাড়াও রয়েছেন বয়স্ক মা। কোনরকম ভাবে কষ্টে সংসার চলে তাদের। তবুও মানসিকভাবে ভেঙে পড়তে রাজি নন দেবতোষ বাবু। প্রতিমুহূর্তে জীবনের ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে নিজের সংসার ও শিল্প কর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাগরের এই দুস্থ শিল্পী।
advertisement
শত অভাব-অনটনকে সরিয়ে রেখেই, নিজের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করে চলেছেন দেবতোষ দাস। কখনও বালির উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, তো কখনও তৃণমূল সরকারের বিভিন্ন কর্মসূচি। আবার কখনও প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য গাছ কাটা বন্ধ করার বার্তা তুলে ধরতে, তৈরি করেছেন গাছের উপর দুর্গা প্রতিমার মূর্তি। এখানেই শেষ নয়। সাধারণ মানুষ যাতে প্লাস্টিক বর্জন করে সেই সচেতনতার বার্তা নিয়ে ২০২০ সালে প্লাস্টিক দিয়েও প্রতিমা তৈরি করেন দেবতোষ দাস।
আর হাতে গোনা, মাত্র কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব (Durga Puja 2021। আর দূর্গা উৎসব এর আগেই দেবতোষ দাস তাক লাগিয়ে দিয়েছেন চাল দিয়ে তিন ইঞ্চির দেবী দুর্গার মূর্তি বানিয়ে। ইতিমধ্যেই তার এই মূর্তি জনপ্রিয়তা অর্জন করেছে সাগর এলাকায়। দেবতোষ এর এই শিল্পকৃতি কে সম্মান জানাতে, এগিয়ে এসছে শ্রীধাম গঙ্গাসাগর সর্বজনিন দূর্গৎসব কমিটির কর্তারা। পুজো কমিটির সম্পাদক হরিপদ মন্ডল জানান, 'ওই যুবকের প্রতিভায় মুগ্ধ তারা। তাই সর্বসাধারণের দর্শনের সুযোগ করে দিতে, এই মুহূর্তটি শ্রীধাম গঙ্গাসাগর সর্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেলে বিশেষভাবে দেখানো হবে।'
শিল্পী দেবতোষ দাস জানান, 'লকডাউনে গৃহবন্দি থাকার সময় মাথায় আসে প্রায় বিনা খরচে কিভাবে কিছু করা সম্ভব হয়। তখনই ঘরের সামান্য চাল দিয়ে দুর্গা প্রতিমা গড়ার চেষ্টা মাথায় আসে। মানুষ আমার কাজ দেখে আনন্দ পায় এতেই আমার আনন্দ।'
ইতিমধ্যেই তার এই তিন ইঞ্চির চালের দুর্গা প্রতিমা (Durga Idol) দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষেরা। তবে তার এই বিশেষ শিল্প নিদর্শন চাক্ষুষ করতে গেলে, পুজোয় আসতেই হবে গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে।
রুদ্র নারায়ন রায়