যাত্রার প্রথমদিনে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, শিলিগুড়ির (Siliguri) বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সবুজ পতাকা দেখান। এই ট্রেনটি সপ্তাহে তিনদিন শুক্রবার, শনিবার ও রবিবার চলবে। ভিস্তাডোম কোচ ছাড়াও নন এসি চেয়ার কার এবং এসি চেয়ার কার রয়েছে। ৪৪টি আসন ৩৬০ ডিগ্রি ঘুরে জঙ্গলকে আরও বেশি সুন্দরভাবে উপভোগ করার সুযোগ দেবে।
advertisement
আইআরসিটিসির (IRTC) ওয়েবসাইট থেকেই করা যাবে টিকিট বুকিং। ইতিমধ্যেই আগামী কয়েক সপ্তাহের জন্য টিকিট বুক করা হয়েছে। এই ট্রেনটি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টা বেজে ২০ মিনিটে ছাড়বে সপ্তাহে তিনদিন। দুর্গাপুজোর আগেই পর্যটনশিল্পে খুশির জোয়ার এনে দিয়েছে এই ভিস্তাডোম।
এ প্রসঙ্গে ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি উচ্ছ্বসিত গলায় বলেন, 'এ এক নয়া পালক জুড়ল উত্তরবঙ্গের মুকুটে (North Bengal) । আমি আমাদের দুই মন্ত্রী জন বারলা ও নিশীথ প্রামানিককে ধন্যবাদ জানাতে চাই। সঙ্গে রেল দপ্তরকেও ধন্যবাদ জানাই এতো সুন্দর এক উদ্যোগ গ্রহণের জন্য।' তিনি আরও বলেন, 'উত্তরবঙ্গের আকর্ষণ আগাগোড়াই ছিল টয়ট্রেন (toy train) । এবার সেই দলে নতুন সদস্য হল ভিস্তাডোম। আর বাঙালিরা একটু ভ্রমণপিপাসু বললে খুব একটা ভুল হবে না। সেখানে ভিস্তাডোম পর্যটকদের আকর্ষণের নয়া যে কেন্দ্রবিন্দু হবে তা আর বলার অপেক্ষা রাখে না।'
ভাস্কর চক্রবর্তী