স্নিগ্ধাদের কথায়, 'শহর ও শহর লাগোয়া এলাকার প্রচুর কুকুর, বেড়াল, পাখিদের উদ্ধার করে চিকিৎসা করা হয়েছে। এছাড়াও পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে কেমোথেরাপি করা হয়। গত চার বছর ধরে আমরা এই কাজ করে চলেছি। এরই মধ্যে আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ বার্মিজ পাইথন উদ্ধার। সেটির গায়ে অজস্ত্র ক্ষত ছিল। তাই সেটিকে নিয়ে গিয়ে, শুশ্রুষা করি আমরা।'
advertisement
যুবদের এই কাজে সহযোগিতা করেছে বনদপ্তর থেকে শুরু করে পশুডাক্তাররা। পথকুকুরদের গায়ে ক্ষতের চিহ্ন বা ঘা দেখলে আমরা নাক শিটকে উঠি। নিজের কাছে ঘেঁষতে দিই না। তবে 'নির্ভানা' নামক যুবদের তৈরি এই টিম কিন্তু যথেষ্ট মমতার সঙ্গে সেই পথকুকুরদের চিকিৎসার ব্যবস্থা করে। কেমোথেরাপি থেকে অ্যান্টির্যাবিস ট্রিটমেন্ট, সবকিছুতে এগিয়ে এসেছে টিম নির্ভানা।
নির্ভানার এই কাজ নজর কেড়েছে শহরবাসীদের। ছোট ছোট ছেলেমেয়েদের এই উদ্যোগোকে কুর্নিশ জানিয়েছে বিভিন্ন মহল ও স্বেচ্ছাসেবী সংস্থারা।
ভাস্কর চক্রবর্তী