TRENDING:

'মহীরুহ হয়ে উঠুক সব অমিয়া কাননে...'

Last Updated:

আমরা প্রাক্তনীদের উদ্যোগে লাটাগুড়িতে বনসৃজন, নাম অমিয়া কানন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি: 'ধরণীর অন্তঃপুর থেকে যে শুশ্রূষা, দিনে রাতে সঞ্চারিত হচ্ছে  সমস্ত গাছের ডালে ডালে পাতায় পাতায়, এই মূর্তি সেই বৃহৎ আত্মীয়তার বাইরে।' রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) তাঁর কবিতা 'ভোরের আলো-আঁধারে\' একথা যেন আগেই লিখে রেখে গিয়েছিলেন। কথা যেন অমিয়া কাননের। হ্যাঁ, শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের (Siliguri Girl's High School) প্রাক্তন পড়ুয়াদের দল 'আমরা প্রাক্তনী'-এর তরফে জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির বিচাঁভাঙ্গা গ্রামে অবস্থিত ক্যাম্পিং দে' ডুয়ার্সের (Camping De' Duars) প্রাঙ্গণে একটি বনসৃজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম 'অমিয়া কানন'। কথাপ্রসঙ্গে শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের অন্যতম পুরোধা তথা প্রাক্তন প্রধান শিক্ষিকা অমিয়া সেনগুপ্ত এবং অন্যান্য স্বর্গীয়া শিক্ষিকা এবং প্রাক্তনীদের স্মরণে তথা বিদ্যালয়ের ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষে আমরা প্রাক্তনীদের দল লাটাগুড়ির অদূরে ক্যাম্পিং দে' ডুয়ার্স (Camping De' Duars)  লাগোয়া বিচাঁভাঙ্গা (Bichabhanga) গ্রামে অমিয়া দিদিমণির নামাঙ্কিত বনসৃজন করে। সেই বনাঞ্চলের নাম রাখা হয় 'অমিয়া কানন'। এদিন প্রায় ৭৫টি চারাগাছ সেইসঙ্গে ২৫টির মোট ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ (Medicinal Plants) মোট শতাধিক গাছ রোপণ করা হয়। পাশাপাশি এদিন এলাকার কচিকাঁচাদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা (Art Competition) ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান (Cultural Event) আয়োজন করা হয়। সেইসঙ্গে আমরা প্রাক্তনীদের তরফে শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রাক্তন দশজন শিক্ষিকাকে স্মারক তুলে দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মানিত ও সংবর্ধিত করা হয়। এদিনের অনুষ্ঠানে আমরা প্রাক্তনীদের তরফে শাশ্বতী দাশগুপ্ত, প্রগতি সেনগুপ্ত, দেবকী কুণ্ডু, সংহিতা নাগ, মধুপা দাশগুপ্ত, সুপ্তি শূর রায় সেন, সংযুক্তা বসু সহ অনেকেই উপস্থিত ছিলেন।
advertisement

শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন গৌতম দেব (Goutam Deb) এদিন বলেন, 'নানান অনুষ্ঠানের মাধ্যমে শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয় এক দীর্ঘ পথ পরিক্রমা। এই পথ আজ ৭৫তম বর্ষে পদার্পণ করল। সেই দিনকে উদযাপন করতে নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্রতী হয়েছে শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা। আমার শুভেচ্ছা তাঁদের সঙ্গে থাকল।'

advertisement

এদিন শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা নমিতা কুণ্ডু দাস নিউজ ১৮ লোকালকে (News 18 Local) বলেন, 'শিক্ষক দিবসের প্রাক্কালে এতো সুন্দর মনোরম পরিবেশে এনে আমাদেরকে সঙ্গে করে আমাদের মেয়েরা অর্থাৎ আমাদের ছাত্রীরা আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। খুবই ভালো লাগছে। সেই ভালো লাগাটা কোনও শব্দ দিয়ে তা ব্যাখ্যা করা যায় না। আমাদেরকে ওরা সংবর্ধিতও করেছে। ছাত্রীদের কাছ থেকে এই সম্মান আমাদের কাছে যেন সব থেকে বড় পাওনা হয়ে থাকল।' নমিতাদেবী আরও বলেন,  'প্রথম থেকেই ছাত্রীদের সঙ্গে আমি ছিলাম, আছি এবং সুদূর ভবিষ্যতে ওরা যা পদক্ষেপ নেবে তার সঙ্গে আমি সবসময় থাকব। '

advertisement

অন্যদিকে, আমরা প্রাক্তনী দলের তরফে সুপ্তি শূর রায় সেন, সংযুক্তা বসু, সংহিতা নাগ, নিপুণা বসাক ও সুচন্দ্রা দাসগুপ্ত নিউজ ১৮ লোকাল কে  বলেন, 'আমরা প্রাক্তনীরা এদিন লাটাগুড়ির কাছে বিচাঁভাঙ্গা গ্রামে এসে পৌঁছেছি। শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা ৭৫টি গাছ রোপণ করে বনসৃজনে ব্রতী হয়েছি। মূলত আমাদের স্কুলের পুরোধা তথা প্রাক্তন প্রধান শিক্ষিকা অমিয়া সেনগুপ্তর নামে আমরা এই বনসৃজন করি এবং সেই বনের নাম অমিয়া কানন রেখেছি। সম্পূর্ণটাই আমাদের দিদিমনির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে।'

advertisement

পাশাপাশি, ক্যাম্পিং দে' ডুয়ার্সের কর্ণধার তন্নিষ্ঠা রক্ষিত নিউজ ১৮ লোকালকে (News 18 Local) বলেন, 'অ্যাসোসিয়েশন ফর কনসার্ভেশন অ্যান্ড ট্যুরিজম (Association for Conservation and Tourism) অর্থাৎ অ্যাক্টের (ACT) কমিউনিটি হেলথ কো-অর্ডিনেটর (Community Health Co-ordinator) হিসেবে আসলে আমি কাজ করি। আর সেই কাজ করতে গিয়ে আমি স্বাস্থ্য কতটা জরুরি তা জানতে পারি। আমরা প্রাক্তনীদের দল যখন আমার সঙ্গে যোগাযোগ করে এবং তারা জানান যে তারা ঔষধি গুণসম্পন্ন ৭৫টি গাছ রোপণের মাধ্যমে বনসৃজন করতে চান, আমি আর পিছিয়ে যেতে পারিনি। আমি আমার এই রিসর্টের প্রাঙ্গণ খুলে দিয়েছি তাদের জন্য।' তন্নিষ্ঠাদেবী আরও বলেন,  'আমি এই বিদ্যালয়ে পড়িনি। তবে আমার মা ও কাকিমা এই স্কুলেরই ছাত্রী। তবে আজ এই মহতি উদ্যোগে উপস্থিত থাকতে পেরে নিজেকে সত্যিই ধন্য মনে হচ্ছে। মনে হচ্ছে আমিও প্রাক্তনীদের একজন। '

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
'মহীরুহ হয়ে উঠুক সব অমিয়া কাননে...'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল