এই দিন সাহেব বাঁধের পাড়ে প্রায় ২০ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছিল বলে জানিয়েছেন পুরুলিয়া ছট পুজো সমিতির কর্মকর্তারা। পাশাপাশি তারা এও জানান পুরুলিয়া পৌরসভা ও প্রশাসনের যথাযথ সহযোগিতা পেয়েছেন।
আরও পড়ুন - সুযোগ থাকলেও আউট করলেন না ডেভিড মিলারকে! রবিচন্দ্রন অশ্বিনের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল
advertisement
ছট ব্রতী মিনা পান্ডে জানান, তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ছট পুজো করে আসছেন। সমস্ত রীতি মেনে নির্জলা উপবাস করে ছটি মাইয়ার আরাধনা করেন তিনি।
আরও পড়ুন - ১০ হাজার কোটি টাকার ঋণ ইস্যুতে রাজ্যকে চ্যালেঞ্জের সুরে জবাব শুভেন্দুর, মুখ খুললেন চন্দ্রিমাও
অপরদিকে পুরুলিয়া জেলার ঝালদার বাঁধাঘাটে ছট পূজা উপলক্ষে কয়েক হাজার ভক্তের সমাগম হয়। ঝালদা ডোমপাড়া ছট পুজো কমিটির প্রেসিডেন্ট অজয় সাউ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ছট পুজোর আয়োজন করা হয়েছে। ভক্তদের যাতে কোন সমস্যায় পড়তে না হতে হয়, তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ছট পুজোর রীতি অনুসারে রবিবার সূর্যাস্তের মুহূর্তে সূর্য দেবকে বিশেষ অর্ঘ্য নিবেদন করেন ব্রতিরা। সোমবার সূর্যোদয়ের সময় সূর্য দেবকে বিশেষ অর্ঘ্য নিবেদন করে তারা উপস ভঙ্গ করবেন। ছট পুজো উপলক্ষে পুরুলিয়া জেলা যেন এক টুকরো বিহারের রূপ নিয়েছে। জেলা বিভাগের দীর্ঘ সময় পার হলেও আজও পুরুলিয়া বয়ে নিয়ে চলেছে ছট পুজোর ঐতিহ্য ও সংস্কৃতি। হিন্দি ভাষাভাষী মানুষদের পাশাপাশি সর্ব ধর্মের মানুষেরা এই ছট পুজোর উৎসবে মেতে উঠেছে।
Sharmistha Banerjee