সুযোগ থাকলেও আউট করলেন না ডেভিড মিলারকে! রবিচন্দ্রন অশ্বিনের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল

Last Updated:

অনেকটাই এগিয়ে দাঁড়িয়ে থাকা মিলারকে পিছনে ফিরে আসতে ইঙ্গিত দেন অশ্বিন৷

Ravichandran Ashwin avoids running out David Miller
Ravichandran Ashwin avoids running out David Miller
#অ্যাডিলেড: টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ২-র ম্যাচে রবিবার দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় হাসিল করেছে৷ পারথে খেলা এই ম্যাচে ডেভিড মিলারের অপরাজিত ৫৯ রানের ইনিংসের সৌজন্যে প্রোটিয়াস ১৯.৪ ওভারে ম্যাচ জিতে যায়৷  তারা পাঁচ উইকেট হাতে থাকতে জয়ের প্রয়োজনীয় ১৩৪ রানের লক্ষ্য হাসিল করে নেয়৷ এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা গ্রুপ ২ তে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে৷ মিলার এদিনের ইনিংসে তিনটি ছক্কা এবং চারটি চার করেছেন৷
এদিন অবশ্য রবিচন্দ্রন অশ্বিনের কাছে সুযোগ ছিল যে তিনি ডেভিড মিলারের ইনিংসে ফুলস্টপ দিতে পারতেন কিন্তু তিনি সেই সুযোগ ছেড়ে  দেন অশ্বিন৷ কারণ অশ্বিন বল করার আগেই নন স্ট্রাইকার এন্ড ছেড়ে দাঁড়িয়েছিলেন ডেভিড মিলার৷ অশ্বিনের ১৮ ওভারের শেষ বলে স্পিনার মিলারকে জানিয়ে দেন যে তিনি নন স্ট্রাইকার এন্ড ছেড়ে দাঁড়িয়ে রয়েছেন৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
View this post on Instagram

A post shared by ICC (@icc)

advertisement
অনেকটাই এগিয়ে দাঁড়িয়ে থাকা মিলারকে পিছনে ফিরে আসতে ইঙ্গিত দেন অশ্বিন৷ আইসিসি এই ক্যাপশনের সঙ্গেই ইন্সটাগ্রামে এই ভিডিও পোস্ট করেন যদি অশ্বিন চাইতেন তাহলে তিনি মিলারকে আউট করে দিতে পারতেন৷ কিন্তু তিনি শুধু সতর্ক করে ছেড়ে দেন৷
advertisement
মার্করম এবং মিলরের অর্ধ শতরানে জয়
এর আগে এডেন মার্করম এবং ডেভিড মিলারের শানদার অর্ধ শতরান দক্ষিণ আফ্রিকাকে শুরুর ঝটকা কাটিয়ে লড়াইতে ফেরান এবং দলকে জয় পাইয়ে দেন৷ এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিে শীর্ষস্থানে পৌঁছে যান৷ ভারত চার পয়েন্ট ও দুটি জয় নিয়ে দু নম্বরে রয়েছেন৷
advertisement
সূর্যকুমার যাদব (৬৮) ব্যাট ভারতের একমাত্র উজ্জ্বল পারফরম্যান্সের অধিকারী৷  দক্ষিণ আফ্রিকার একটা সময়ে ২৪ রানে ৩ উইকেট পরে গিয়েছিল৷ কিন্তু এরপর মিলার অপরাজিত ৫৯ রান এবং মার্করম ৫২ রান করে দলকে জিতিয়ে দেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সুযোগ থাকলেও আউট করলেন না ডেভিড মিলারকে! রবিচন্দ্রন অশ্বিনের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement