সুযোগ থাকলেও আউট করলেন না ডেভিড মিলারকে! রবিচন্দ্রন অশ্বিনের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল

Last Updated:

অনেকটাই এগিয়ে দাঁড়িয়ে থাকা মিলারকে পিছনে ফিরে আসতে ইঙ্গিত দেন অশ্বিন৷

Ravichandran Ashwin avoids running out David Miller
Ravichandran Ashwin avoids running out David Miller
#অ্যাডিলেড: টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ২-র ম্যাচে রবিবার দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় হাসিল করেছে৷ পারথে খেলা এই ম্যাচে ডেভিড মিলারের অপরাজিত ৫৯ রানের ইনিংসের সৌজন্যে প্রোটিয়াস ১৯.৪ ওভারে ম্যাচ জিতে যায়৷  তারা পাঁচ উইকেট হাতে থাকতে জয়ের প্রয়োজনীয় ১৩৪ রানের লক্ষ্য হাসিল করে নেয়৷ এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা গ্রুপ ২ তে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে৷ মিলার এদিনের ইনিংসে তিনটি ছক্কা এবং চারটি চার করেছেন৷
এদিন অবশ্য রবিচন্দ্রন অশ্বিনের কাছে সুযোগ ছিল যে তিনি ডেভিড মিলারের ইনিংসে ফুলস্টপ দিতে পারতেন কিন্তু তিনি সেই সুযোগ ছেড়ে  দেন অশ্বিন৷ কারণ অশ্বিন বল করার আগেই নন স্ট্রাইকার এন্ড ছেড়ে দাঁড়িয়েছিলেন ডেভিড মিলার৷ অশ্বিনের ১৮ ওভারের শেষ বলে স্পিনার মিলারকে জানিয়ে দেন যে তিনি নন স্ট্রাইকার এন্ড ছেড়ে দাঁড়িয়ে রয়েছেন৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
View this post on Instagram

A post shared by ICC (@icc)

advertisement
অনেকটাই এগিয়ে দাঁড়িয়ে থাকা মিলারকে পিছনে ফিরে আসতে ইঙ্গিত দেন অশ্বিন৷ আইসিসি এই ক্যাপশনের সঙ্গেই ইন্সটাগ্রামে এই ভিডিও পোস্ট করেন যদি অশ্বিন চাইতেন তাহলে তিনি মিলারকে আউট করে দিতে পারতেন৷ কিন্তু তিনি শুধু সতর্ক করে ছেড়ে দেন৷
advertisement
মার্করম এবং মিলরের অর্ধ শতরানে জয়
এর আগে এডেন মার্করম এবং ডেভিড মিলারের শানদার অর্ধ শতরান দক্ষিণ আফ্রিকাকে শুরুর ঝটকা কাটিয়ে লড়াইতে ফেরান এবং দলকে জয় পাইয়ে দেন৷ এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিে শীর্ষস্থানে পৌঁছে যান৷ ভারত চার পয়েন্ট ও দুটি জয় নিয়ে দু নম্বরে রয়েছেন৷
advertisement
সূর্যকুমার যাদব (৬৮) ব্যাট ভারতের একমাত্র উজ্জ্বল পারফরম্যান্সের অধিকারী৷  দক্ষিণ আফ্রিকার একটা সময়ে ২৪ রানে ৩ উইকেট পরে গিয়েছিল৷ কিন্তু এরপর মিলার অপরাজিত ৫৯ রান এবং মার্করম ৫২ রান করে দলকে জিতিয়ে দেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সুযোগ থাকলেও আউট করলেন না ডেভিড মিলারকে! রবিচন্দ্রন অশ্বিনের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement