IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বাজে খবর, স্টার ফিনিশারের খেলা নিয়ে সংশয়ের মেঘ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কার্তিক এবারের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সেভাবে ধামাকা পারফরম্যান্স দেখাতে পারেননি৷
#কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেট দীনেশ কার্তিকের জন্য খারাপ খবর৷ রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা রবিবার পিঠে চোট পেয়ে যান দীনেশ৷ টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের দরুণ এই চোট পান তিনি৷ আর এই চোটের কারণে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে খেলা নিয়ে ঘোর আশঙ্কা৷ অ্যাডিলেডে হতে চলা এই ম্যাচে কার্তিকের চোটের কারণে খেলা নিয়ে সন্দেহ৷ কার্তিক এবারের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সেভাবে ধামাকা পারফরম্যান্স দেখাতে পারেননি৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ১৫ বলে মাত্র ৬ রান করেছিলেন৷
দক্ষিণ আফ্রিকার ইনিংসে ১৫ ওভারের পর দীনেশ কার্তিক পিঠের ব্যাথায় কাতর হয়ে পড়েন৷ তিনি নিজের পিঠ ধরে নিয়ে মাটিতে বসে পড়েন৷ ফিজিও দ্রুত তাঁর কাছে যান এর কিছুক্ষণ বাদে তিনি প্যাভিলিয়নে ফিরে যান৷
আরও পড়ুন - রূপঙ্কর-অন্বেষার গলায় ‘‘থেকেছি ভাবে আড়িতে’’- কৌশিক ও অপরাজিতার অনস্ক্রিন কেমিস্ট্রিতে কথামৃতের গান সামনে
advertisement
advertisement
ভুবনেশ্বর কুমার জানিয়েছেন দীনেশ কার্তিকের পিঠে চোট লেগেছে৷ তিনি বলেছেন, ‘‘তাঁর পিঠ নিয়ে কোনও ইস্যু রয়েছে৷ ফিজিও-র রিপোর্ট পাওয়ার পরেই এই বিষয়ে কিছু বলা যাবে৷ ’’ ভারতের পরের ম্যাচ ২ নভেম্বর৷ সেই ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ৷ এই ম্যাচ অ্যাডিলেডে খেলা হবে৷ অর্থাৎ চোট সারিয়ে ওঠার জন্য দীনেশ কার্তিকের হাতে খুব অল্প সময় আছে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শেষ পাঁচ ওভার কার্তিকের জায়গায় ঋষভ পন্থ কিপিং করেন৷
advertisement
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, দীপক হুডা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 7:31 AM IST