IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বাজে খবর, স্টার ফিনিশারের খেলা নিয়ে সংশয়ের মেঘ

Last Updated:

কার্তিক এবারের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সেভাবে ধামাকা পারফরম্যান্স দেখাতে পারেননি৷

Dinesh Karthik suffers with back injury - Photo- AP
Dinesh Karthik suffers with back injury - Photo- AP
#কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেট দীনেশ কার্তিকের জন্য খারাপ খবর৷ রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা রবিবার পিঠে চোট পেয়ে যান দীনেশ৷ টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের দরুণ এই চোট পান তিনি৷ আর এই চোটের কারণে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে খেলা নিয়ে ঘোর আশঙ্কা৷ অ্যাডিলেডে হতে চলা এই ম্যাচে কার্তিকের চোটের কারণে খেলা নিয়ে সন্দেহ৷ কার্তিক এবারের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সেভাবে ধামাকা পারফরম্যান্স দেখাতে পারেননি৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ১৫ বলে মাত্র ৬ রান করেছিলেন৷
দক্ষিণ আফ্রিকার ইনিংসে ১৫ ওভারের পর দীনেশ কার্তিক পিঠের ব্যাথায় কাতর হয়ে পড়েন৷ তিনি নিজের পিঠ ধরে নিয়ে মাটিতে বসে পড়েন৷ ফিজিও দ্রুত তাঁর কাছে যান এর কিছুক্ষণ বাদে তিনি প্যাভিলিয়নে ফিরে যান৷
advertisement
advertisement
ভুবনেশ্বর কুমার জানিয়েছেন দীনেশ কার্তিকের পিঠে চোট লেগেছে৷ তিনি বলেছেন, ‘‘তাঁর পিঠ নিয়ে কোনও ইস্যু রয়েছে৷ ফিজিও-র রিপোর্ট পাওয়ার পরেই এই বিষয়ে কিছু বলা যাবে৷ ’’ ভারতের পরের ম্যাচ ২ নভেম্বর৷ সেই ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ৷ এই ম্যাচ অ্যাডিলেডে খেলা হবে৷ অর্থাৎ চোট সারিয়ে ওঠার জন্য দীনেশ কার্তিকের হাতে খুব অল্প সময় আছে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শেষ পাঁচ ওভার কার্তিকের জায়গায় ঋষভ পন্থ কিপিং করেন৷
advertisement
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, দীপক হুডা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বাজে খবর, স্টার ফিনিশারের খেলা নিয়ে সংশয়ের মেঘ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement