একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন তারা। পাশাপাশি ছট কমিটির সাথে কথা বলেন বিডিও। খতিয়ে দেখা হয় আলো ও নিরাপত্তার বিষয়টিও।
আরও পড়ুন - Earn Money: এই স্টকে অর্থনিবেশ বিনিয়োগকারীদের করছে মালামাল, এক বছরে ১০০%-র বেশি রিটার্ন
এ বিষয়ে তুলিন অঞ্চল যুব কংগ্রেসের সভাপতি সাগর দাস জানান, ঝালদা ১ নং ব্লকের বিডিও এবং তুলিন ফাঁড়ির ওসি ছট ঘাট পরিদর্শন করলেন এটা খুব ভালো উদ্যোগ, কারণ এই সুবর্ণরেখা নদী ২ পাড় বিভক্ত হয়েছে ঝাড়খন্ড ও বেঙ্গলের মধ্যে। এই ছট পুজো উপলক্ষে ঝাড়খন্ড ও বেঙ্গলের ভক্তদের একটা মিলন স্থল হয়ে ওঠে এই তুলিনি সুবর্ণরেখা নদীর। ছট পুজো উপলক্ষে বহু মানুষের সমাগম হয় এই ঘাটে।
advertisement
আরও পড়ুন - দর্শকদের জন্য থাকছে আরও চমক! আলিপুর মিউজিয়ামে এবার তৈরি হচ্ছে হেরিটেজ গ্যালারি
ছট পুজোয় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সরজামিনে খতিয়ে দেখলেন বিডিও এবং পুলিশ কর্মকর্তারা। এই পরিদর্শনে খুশি এলাকার মানুষেরা।
Sharmistha Banerjee