TRENDING:

Bengal News| East Midnapore: বাজ থেকে বাঁচাবে ছাতা! অভিনব আবিষ্কারে তাক লাগাল পূর্ব মেদিনীপুরের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া

Last Updated:

শ্রেয়কের (East Midnapore boy) বজ্র নিরোধক ছাতা (Umbrella protecting from Lightning) তৈরি করে ২০২১ এর জাতীয় স্তরের প্রতিযােগিতা সায়েন্স ফর সাসস্টেনেবল লিভিং- এ সুযােগ পেয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভগবানপুর:  ভগবানপুর দুই নম্বর ব্লকের এক ষষ্ঠ শ্রেণির পড়ুয়া বজ্র নিরোধক ছাতা (Class 6 student make lightning proof umbrella)  তৈরি করে আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় স্তরে পুরস্কৃত হতে চলেছে। করনা আবহে প্রায় দু'বছর বন্ধ স্কুলের পঠন পাঠন। বাড়িতে থেকেই বিজ্ঞান মডেলের প্রতিযোগিতা চিল্ড্রেন সায়েন্স কংগ্রেস ২০২০-২১ (East Midnapore wins Children Science Congress 2020-21) একুশে সফলতা অর্জন করল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের বাহাদুর দেশপ্রাণ শিক্ষা নিকেতনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শ্রেয়ক পণ্ডা (Sreyak Panda of Bahadur Deshpran Siksha Niketan)।
advertisement

শ্রেয়ক পণ্ডা

বজ্রপাত রােধে ছাতা বা থান্ডারস্টিক ফর ফার্মার্স মডেল (Thunder stick for farmers model)  তৈরি করে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসের প্রশংসা কুড়ােল পূর্ব মেদিনীপুরের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া বিজ্ঞানী। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষা নিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্র শ্ৰেয়ক পণ্ডা জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেস ২০২০ তে রাজ্যস্তরে  সাফল্য পেয়েছে। ভারত সরকারের ন্যাশন্যাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনােলজির (Indian National Council for Science and Technology) সহযােগিতায় এবং রাজ্য সায়েন্স কমিউনিকেটর ফোরামের আয়োজনে শিশুবিজ্ঞান কংগ্রেস ২০২০ - র প্রতিযােগিতা হয় চলতি বছরের গত ২০ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে। জেলায় এই প্রতিযােগিতায় থান্ডারস্টিক ফর ফার্মার্স মডেল তৈরি করে শ্রেয়ক। তার প্রজেক্ট গাইড ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই চরণ পাত্র।

advertisement

আবহাওয়ার পরিবর্তনে দিন দিন বাড়ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Global warming leads to climate change)। বাড়ছে বজ্রপাতে মৃতের সংখ্যা (Lightning in Bengal)। চলতি বছরে রাজ্যজুড়ে বজ্রপাতে মৃতের সংখ্যা প্রায় একশোর দোরগোড়ায় (Death in Bengal for Lightning) । ভারতবর্ষে জুড়ে মৃতের সংখ্যা লক্ষাধিক। চলতি বছরের জুন মাসে একদিনে পশ্চিমবঙ্গে ২৭ জন মানুষ মারা গেছে বজ্রপাতে। উষ্ণায়নের প্রভাবে বজ্রপাত মানুষের মাথা ব্যথার কারণ হয়েছে। অনেক সময় মাঠে চাষ করার সময়ে কৃষকের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে (Farmers death in Bengal for Lightning)। বজ্রাঘাতে মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায়। এবার সেই পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার এক ষষ্ঠ শ্রেণির পড়ুয়া শ্রেয়ক পন্ডা তৈরি করল বজ্র নিরোধক ছাতা। যা কৃষকদের বজ্রাঘাতের হাত থেকে বাঁচাবে।

advertisement

শ্রেয়ক পণ্ডা, বাজ থেকে বাঁচানোর ছাতা

শ্রেয়কের এই বজ্র নিরোধক ছাতা তৈরি, তাকে ২০২১ এর জাতীয় স্তরের প্রতিযােগিতা সায়েন্স ফর সাসস্টেনেবল লিভিং- এ  সুযােগ পেতে সাহায্য করেছে। চলতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে ভার্চুয়াল মাধ্যমে ‘খুদে বিজ্ঞানী শ্রেয়ককে সংবর্ধনা জানানাে হবে। শ্রেয়কের এই সাফল্যে খুশি তার অভিভাবক সহ এলাকার মানুষজন। জানা গিয়েছে, একটি ব্যবহৃত ছাতা, ৪ এম এম তামার তার, পিভিসি পাইপ, ৪ এম এম রড দিয়ে আর্থিংযুক্ত ১০ ফুট উচ্চতার মডেল বানিয়েছে শ্রেয়ক। আর্থিং প্রায় দু তিন ফুট করা যাবে (2-3 Feet Umbrella to save from Lightning)।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

শ্রেয়কের বানানো ফোল্ডিং এই স্টিক বর্ষাকালে কৃষক মাঠে (Farmers in Bengal) কাজের নিজেই নিয়ে যেতে পারবেন আকাশে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকলে নিজে যেখানে কাজ করবে, সেখান থেকে অন্তত ২০ ফুট দূরে জমির উপর এই স্টিকটি ছাতার মতাে পুঁতে দাঁড় করিয়ে দিতে হবে। বজ্রপাতের উচ্চ বিভব যুক্ত বিদ্যুৎ খােলা মাঠে মানুষের থেকে বেশি উচ্চতার তীক্ষ্ণ প্রান্ত যুক্ত ওই স্টিকে ধরা পড়বে এবং মাটিতে চলে যাবে। এর ফলে বাজ পড়া থেকে কৃষক বিপন্মুক্ত হবে। শ্রেয়কের এই সাফল্যে বজ্রপাত থেকে মানুষকে বাঁচাতে সাহায্য করবে বলে মনে করছে তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| East Midnapore: বাজ থেকে বাঁচাবে ছাতা! অভিনব আবিষ্কারে তাক লাগাল পূর্ব মেদিনীপুরের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল