চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে ২০১৬ সালে পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলাকে ভেঙে দুটি স্বাস্থ্য জেলা তৈরী করা হয়। একটি পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা অন্যটি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। রাজনৈতিক কারণে আলোচনার শীর্ষে থাকা নন্দীগ্রামে ২০১৮ সালে চালু হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। বহির্বিভাগ অন্তর্বিভাগ নিয়ে চালু হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল। পরিচয় অত্যাধুনিক প্যাথলজি বিভাগ। অন্তর্বিভাগে এতদিন চর্ম, দন্ত, অস্থি, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ বিভাগ সহ অন্যান্য চিকিৎসা পরিষেবা। এতদিন পর্যন্ত চক্ষু বিভাগের চিকিৎসার পরিষেবা চালু ছিল না। এবার চক্ষু চিকিৎসা পরিষেবা চালু হল নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল (Hospital)।
advertisement
নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে দুটি নতুন সুবিধা যুক্ত হল। একটি ছয় বেডের চক্ষু অপারেশন থিয়েটার এবং আরেকটি হল ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর। শুক্রবার এই দুটি প্রকল্পের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাজী। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমওএইচ ডাঃ সৌম্যশংকর ষড়ঙ্গী, তমলুক স্বাস্থ্য জেলার সিএমওএইচ ডাঃ বিভাস রায়, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার ডাঃ অদ্বৈত মুদি, রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।
চক্ষু অপারেশন থিয়েটার চালু হওয়ার ফলে চোখের চিকিৎসার সুবিধা হল এই হাসপাতালে। প্রায় পাঁচ লাখ টাকা খরচে এই পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। পাশাপাশি এখানে আড়াই কোটি টাকা খরচে শীততাপ নিয়ন্ত্রিত সাড়ে ছয় হাজার বর্গফুটের ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর গড়ে তোলা হয়েছে। এই নতুন দুটি বিভাগের উদ্বোধন হওয়ায় এলাকার মানুষের খুব সুবিধা হবে।
সৈকত শী