TRENDING:

ইয়াসের ত্রাণ শিবির চালানাের খরচ নিয়ে বিবাদ হলদিয়ায়

Last Updated:

জলমগ্ন হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে সেখানকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করতে হয়েছে। সব কিছুই নিজের টাকায় করতে হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হলদিয়া: ত্রাণ শিবির চালানাের খরচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে হলদিয়া পৌরসভার অন্দরেই। চলতি বছরের ২৬ মে  ইয়াস ও ভরা কোটালের  জলােচ্ছাসে বিপর্যস্ত হয়ে পড়েছিল হলদি নদীর তীরবর্তী একাধিক এলাকা। ত্রান শিবির খুলে ওই এলাকার ইয়াস বিধ্বস্ত মানুষদের হলদিয়া পৌরসভার পক্ষ থেকে আশ্রয় দেওয়া হয়েছিল। এবার সেই ত্রাণ শিবির খরচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, হলদিয়া পৌর  কর্তৃপক্ষের তরফে স্থানীয় কাউন্সিলরদের বলা হয়েছিল ত্রাণ শিবিরের জন্য নিজস্ব তহবিল থেকে খরচ করতে এবং সেই টাকার হিসেব পুরসভাকে দিলে, পৌরসভা কাউন্সিলরদের টাকা মিটিয়ে দেবে। কিন্তু অভিযােগ, এখনও পর্যন্ত ইয়াসের ত্রাণ শিবিরের জন্য নিজস্ব তহবিল থেকে খরচ করে সেই টাকার হিসেব পৌরসভায় জমা দিলে এখনও পর্যন্ত ইয়াসের ত্রাণ শিবিরের জন্য খরচ করা টাকা পায়নি হলদিয়া পুরসভার কাউন্সিলাররা।

advertisement

ঘূর্নবাত ও নিম্নচাপের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হলদিয়া পৌরসভার একাধিক ওয়ার্ড। জলমগ্ন এলাকা থেকে মানুষজনদের সরিয়ে নিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।  এই সব এলাকায় একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে। কিন্তু চালাতে গিয়ে সমস্যায় পড়েছে স্থানীয় কাউন্সিলররা।  ইয়াসের ত্রাণ শিবিরের টাকা না মেলায় পুরপ্রধানের উপর ক্ষুব্ধ কাউন্সিলরদের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর জানায়, 'ইয়াসের ত্রাণ শিবির চালাতে যে টাকা খরচ হয়েছিল সেটাই এখনও পেলাম না। তার ওপর গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে অনেক এলাকা জলমগ্ন হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে সেখানকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করতে হয়েছে। সব কিছুই নিজের টাকায় করতে হচ্ছে। পুর প্রধান সব জানার পরেও উদাসীন।'

advertisement

হলদিয়া পৌরসভার পৌর প্রধান সুধাংশু মন্ডলকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'ত্রাণ শিবিরের খরচ নিয়ে বিবাদ পৌরসভার অভ্যন্তরীন বিষয়। এই নিয়ে সংবাদ মাধ্যমে কোনও মন্তব্য করব না।'

Saikat Shee

বাংলা খবর/ খবর/Local News/
ইয়াসের ত্রাণ শিবির চালানাের খরচ নিয়ে বিবাদ হলদিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল