এই থিমের লড়াই সীমাবদ্ধ ছিল কলকাতার মধ্যে(Durga puja 2021)। কিন্তু বর্তমানে প্রতিটি জেলার ক্লাব বা বারোয়ারি পুজোতে থিম পুজোর প্রাধান্য লক্ষ্য করা যায়। কোন পুজো কমিটির থিম কত ভালো তা নিয়ে দর্শনার্থীদের মধ্যে চর্চার অবকাশ নেই। কোলাঘাটের সংকেত ও ছাত্রসংঘের এবারের পুজোর থিম স্বাধীনতার ৭৫ বছরের জাতীয়তাবোধের ভাবনায়।
২০২১ সাল ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ তম বর্ষ। (Durga puja 2021)দেশ স্বাধীনতার ৭৫ তম বর্ষে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেশজুড়ে পালন করছে স্বাধীনতার অমৃত মহোৎসব। তুলে ধরা হচ্ছে দেশজুড়ে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বানানো তথ্যচিত্র। কোলাঘাট সংকেত ও ছাত্র সংঘ তাদের মন্ডপ সাজিয়েছে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায়ের তথ্য ও ছবি দিয়ে।
advertisement
কোলাঘাট নতুন বাজারে সংকেত ও ছাত্র সংঘরে দুর্গাপুজো (Durga puja 2021)এবার ৪৯তম বর্ষে পদার্পণ করল। এখানে মণ্ডপ, পুজো অঙ্গন এবং প্রতিমা গড়ে তোলা হয়েছে দেশের স্বাধীনতা পঁচাত্তর বছরকে সামনে রেখে জাতীয়তাবোধের ভাবনায়। পুরো মন্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের অধ্যায়।
দেবী প্রতিমার পেছনে শোভা পাচ্ছে ভারতের অশোক চক্র(Durga puja 2021)। মণ্ডপের ভেতরে শ্রদ্ধা জানানো হয়েছে স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের শহীদ হয়ে যাওয়া বীর সেনা জওয়ানদের। শহীদ বীর সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে তাদের এ বছরের দূর্গা পূজার উদ্বোধক নেতা বা মন্ত্রী নন। কোলাঘাট সংকেত ও ছাত্র সংঘ পূজার উদ্বোধন করেন শহীদ সেনা জওয়ানের মা।
উদ্বোধন করলেন কাশ্মীরের উরি কান্ডে নিহত ভারতীয় জওয়ান গঙ্গাধর দোলুই'র মা শিখা দোলুই।(Durga puja 2021) উপস্থিত ছিলেন শহীদের বাবা ওঙ্কারাথ দোলুই এবং একমাত্র ছোট ভাই বরুন দোলুই। বিশেষ অতিথি সম্মানে আমন্ত্রিত ছিলেন ভারতীয় সুরক্ষা বাহিনীর কয়েকজন প্রাক্তন সৈনিক সহ একজন প্রাক্তন কর্নেল সাহেব।
উল্লেখ্য, ২০১৬ সালে ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে পাক সেনা ও জঙ্গিরা অতর্কিত হামলা চালালে ১৯জন ভারতীয় সেনা নিহত হন। এরমধ্যে ছিলেন হাওড়া জেলার আমতা থানার বাইশ বছরের অবিবাহিত যুবক বিহার রেজিমেন্টের সিপাহী গঙ্গাধর দোলুই(Durga puja 2021)।
মধ্যবিত্ত ঘরে দুই ভাইয়ের বড়ভাই গঙ্গাধর দেশকে ভালোবেসে এবং জীবীকার জন্যই দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। সেনাবাহিনীর তৎপরতায় গঙ্গাধরের প্রানহীন দেহ কফিনবন্ধি হয়ে আমতার বাড়িতে এসেছিল এবং রাষ্ট্রীয় সম্মানে চির বিদায় জানানো হয়। সেনা জওয়ান দের প্রকৃত সম্মান জানাতে একজন শহীদ সেনা জওয়ান গঙ্গাধর দোলুইয়ের মায়ের হাত দিয়েই দুর্গা পুজোর উদ্বোধন করাল কোলাঘাট (Durga puja 2021)সংকেত ও ছাত্র সংঘ।
কোলাঘাটে এদিন শহীদ বেদীতে ফুল দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে শহীদের মা শিখা দেবী অশ্রুসিক্ত নয়নে বলেন, "চোখ বোঝালেই যেন ছেলের মা মা ডাক শুনতে পাই। আমি যে মা, তা ভুলি কি করে! আমার ছেলে দেশের জন্য প্রান দিয়েছে। আপনারাও ওদের ভুলেননি। আজ এইভাবে স্মরণ করছেন।(Durga puja 2021) সন্তান হারা মা হয়ে এইটুকুই আমার পরম স্বান্তনা।"
উপস্থিত প্রাক্তন কর্নেল সাহেব দেবজ্যোতি সিং বলেন, পূজো উৎসব মানেই হৈ-হুল্লোড় আনন্দফূর্তি। তার মধ্যেই এখানে দেশমাতৃকার সেবায় নিবেদিত ও নিয়োজিত মানুষদের দারুনভাবে সম্মান জানানো হচ্ছে। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। দেশাত্মবোধের বার্তা দেওয়া হয়েছে। আমি অভিভূত।
এখানে দেবী দুর্গার সাজ সজ্জায়, মণ্ডপে ও তোরণদ্বার, মডেল ও প্রদর্শনীতে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন অধ্যায় ও ইতিহাস তুলে ধরার চেষ্টা হয়েছে। এছাড়াও কোলাঘাট সংকেত ও ছাত্র সংঘের মণ্ডপের(Durga puja 2021) অঙ্গ স্বজ্জায় মহামারি প্রতিরোধ, পরিবেশ দূষণ, প্লাস্টিক বর্জন, নারী নির্যাতন, পথ নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সমাজ শিক্ষা ও সমাজ সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়েছে।
আয়োজকদের মধ্যে রবীন্দ্রনাথ দাস বলেন, "আমরা এই পুজো কমিটির উদ্যোগে সারা বছরই বহুমুখী ও বিরামহীনভাবে নানা কর্মসূচির মাধ্যমে আর্তের সেবা ও জন-সচেতনতার কাজ করে চলেছি। এই বছর সম্পূর্ণ কোভিড বিধি মেনে সীমিত আয়োজনের মধ্যেই জাতীয়তাবোধ উদ্বুদ্ধকরণে স্বাধীনতার ৭৫ তম বর্ষকে স্মরণ করছি"(Durga puja 2021)।
উদ্যোগক্তাদের পক্ষ আরও জানানো হয়েছে, সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে পুজোর(Durga puja 2021) কদিন পথ নিরাপত্তা বিষয়ক বসে আংকা, পোস্টার তৈরী, কুইজ, বক্তব্য, চিত্র প্রদর্শনের ও পথপরিক্রমা কর্মসূচী রূপায়িত হবে। বিতরণ করা হবে প্রায় বিশ হাজার মাস্ক, হাতশুদ্ধি ও করোনা প্রতিরোধক প্রচার পত্র। কোলাঘাট সংকেত ও ছাত্রসংঘের পুজোর এই থিম ভাবনা পুজোকে অন্য মাত্রা যোগ দিয়েছে।
সৈকত শী