TRENDING:

Bengali News| East Burdwan: লকডাউনের রেশ কাটিয়ে সরকারি বাস হাবের কাজ চলছে জোরকদমে

Last Updated:

মূলত এখানে থাকবে( Bus hub halt)মহিলাদের জন্য বাথরুম, বিশ্রামের জায়গা, থাকবে রেস্তোরাঁ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার ভাতারের গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক হল বাদশাহী রাস্তা। এই রাস্তায় সরকারি এস.বি.এস.টি.সি বাস (SBSTC)  চলে প্রায় শতাধিক। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ সড়ক হল এটি। ভাতার, মঙ্গলকোট, বীরভূম, মুর্শিদাবাদ ও মালদহের  মধ্যে এই রাস্তার উপর কোন বাস হল্ট হাব নেই। তাই সধারণ মানুষের কথা ভেবে ভাতারের মুরাতিপুরে সেই রাস্তার পাশেই তৈরি হল "খোলা হাওয়া" এস.বি.এস.টি.সি বাস হল্ট হাব (SBSTC Bus hub halt)।
advertisement

বেশ কয়েক মাস আগেই এই বাস হল্ট হাবের  (Bus hub Halt)শিলান্যাস করে গিয়েছিলেন জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ার জন্য কাজ শুরু করতে পারেননি ঠিকাদার সংস্থা। তবে এবার শুরু হচ্ছে বাস হাবের কাজ। গত এক সপ্তাহ ধরে চলছে এই কাজ।  স্থানীয় মানুষজনদের দাবি বর্তমান সরকারের পরিবহনের উপর যে নজরদারি রয়েছে তার নজির হল ভাতারের মুরাতিপুরে এই বাস হল্ট হাব।

advertisement

আরও পড়ুন Bengali News| West Midnapore: দীর্ঘ ১৯ বছর পর মেদিনীপুরের বাসিন্দা সঞ্জয় ভকতের বাড়িতে জ্বলল আলো!

মূলত এখানে থাকবে মহিলাদের জন্য বাথরুম, বিশ্রামের জায়গা, থাকবে রেস্তোরাঁ (Bus hub to have rest room, toilet, restaurant) । জানা গিয়েছে ,  পুজোর আগেই এই পরিষেবা পাবে সাধারণ মানুষ। তারই কাজ চলছে জোড় কদমে।

advertisement

ঠিকাদার সংস্থার তরফে জানা গিয়েছে, দ্রুত গতিতে কাজ চলছে (work in progress)। তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলা হবে। আশা করা হচ্ছে অক্টোবরের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে গিয়েছিল। লোকজন না থাকায় কাজ বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন কাজ চলছে।

এনিয়ে ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানান, এই বাস হল্ট হাব হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। অন্যদিকে, ভাতারের প্রাক্তন বিধায়ক তথা এস.বি. এস. টি.সির নবনির্বাচিত চেয়ারম্যান সুভাষ মন্ডল জানান, মুখ্যমন্ত্রী কথা মতোই  ভাতারের মুরাতিপুরে বাস হল্ট হাব এক অভাবনীয় চিন্তা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, নাম দেওয়া হয়েছে " খোলা হাওয়া " (Khola Hawa)৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সংগীত পছন্দ করেন সেই কারণেই মূলত এই নাম দেওয়া হয়েছে প্রকল্পের এমনটাই মত ঠিকাদার সংস্থার।

বাংলা খবর/ খবর/Local News/
Bengali News| East Burdwan: লকডাউনের রেশ কাটিয়ে সরকারি বাস হাবের কাজ চলছে জোরকদমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল