করোনা অবহের মধ্যেই যখন সবাই ঘরবন্দি, নেট দুনিয়াতে ঘোরাফেরা করে সময় কাটাতে ব্যস্ত, সেই সময় মেমারির এই যুবক সোস্যাল নেটওয়ার্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে ছুটে ছিলেন হিমালয় পর্বতমালার মাউণ্ট ইউনাম শৃঙ্গ জয় করার জন্য। যদিও এই লক্ষ্যে এগিয়ে যাওয়াটা ছিল এককথায় বেশ কঠিন। শেষমেশ শৃঙ্গ জয় করে এসেছেন মহম্মদ নওয়াজ ওরফে রাজা। তার এই অদম্য ইচ্ছেশক্তিকে কুর্নিশ জানিয়েছেন প্রতিবেশী থেকে এলাকার সকলেই। খুশি হয়েছেন আত্মীয়-স্বজনরা।
advertisement
গত ১৬ জুলাই থেকে শুরু হয় তাঁর অভিযান। শুরুতে অভিযানে ২০ জন ছিলেন। ধীরে ধীরে কমতে থাকে সংখ্যা যত এগিয়ে চলে অভিযান দল। শেষ পর্যন্ত দলের ১০ জন এই অভিযান সফল করতে পেরেছেন। স্বাভাবিকভাবেই সফল এই ১০ জনের নামের মধ্যে নিজের নাম দেখে বেশ ভালো লাগছে বলে জানান রাজা। তাঁর কথায়, এই যাত্রাপথের অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর , সমস্যা ছিল অনেক। সব কিছুকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া একটু কঠিন ছিল। বিশেষ করে করোনা পরিস্থিতিতে এই শৃঙ্গ জয় মোটেই সহজ ছিল না। তাও শেষমেশ পেরেছি এটাই ভালো লাগছে।
কথার মাঝে মাউন্ট এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্বেই যে তিনি সফলতা পেয়েছেন তা স্বীকার করতে ভোলেননি তিনি। পাশাপাশি এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায়ের অভিজ্ঞতার প্রশংসা করেছেন তিনি ।
এই সফলতা যে আগামীদিনে আরও সুউচ্চ পর্বত শৃঙ্গ জয়ের অনুপ্রেরণা জোগাবে রাজাকে তাতে কোনও সন্দেহ নেই।
Malobika Biswas