ভ্যাকসিনের (corona vaccine) জন্য আর দীর্ঘক্ষণ লাইন দিয়ে থাকতে হবে না বয়স্কদের। পাশাপাশি ভোগান্তি কমবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের। কারণ এই মোবাইল ভ্যান চলে যাবে ৭০ বছর ঊর্ধ্ব ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের দুয়ারে। যা অনেকটাই স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে।
বর্ধমান শহরের ১০ টি ভ্যাক্সিনেশন ক্যাম্প (vaccination camp) করা হয়েছিল আগেই। এখন সেটা বেড়ে ২১ হয়েছে। স্বাভাবিকভাবেই ভ্যাক্সিনেশন ক্যাম্প গুলিতে ভিড়ে রাশ জানা গেছে তা বলাই যায়। এখনও লাগামছাড়া ভিড় হচ্ছে বেশ কিছু ক্যাম্পে। করোনা ভ্যাক্সিন নিতে গিয়ে মানছেন না করোনা বিধি নিষেধ। এভাবেই চলছে ভ্যাক্সিন দেওয়ার কাজ। তবে এরইমধ্যে দুয়ারে ভ্যাক্সিন চালু করে সকলের দৃষ্টি আকর্ষন করল পুরসভা।
advertisement
এনিয়ে বর্ধমান উপ পুর প্রশাসক আইনুল হক জানান, "১৮ বছরের ঊর্ধ্বে যে সমস্ত সাধারণ নাগরিক ভ্যাক্সিনেশন পায়নি, তাঁদের নিয়ে চিন্তা ভাবনা চলছে। সেপ্টেম্বরের মধ্যে প্রথম ডোজ দেওয়ার কাজ শেষ করেছিল করে দেবো। তিনি আরও জানান, বর্ধমান শহরের ১০ টি ভ্যাক্সিনেশন ক্যাম্প করা হয়েছিল এখন সেটা বেড়ে ২১ টাতে দাঁড়িয়েছে যদি আরও প্রয়োজন হয় তাহলে ক্যাম্প বাড়ানো হবে বলেন জানান তিনি। পাশাপশি তিনি বলে বয়স ৭০ বছর ঊর্ধ্বে ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের এই মোবাইল ভ্যান তাঁদের বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাক্সিন দেওয়া হবে। মূলত এই মোবাইল ভ্যান থেকে কুড়ি জনকে ভ্যাক্সিন দেওয়া হল এদিন। তবে এবার থেকে প্রতিদিন ১০০ জন করে ভ্যাক্সিন দেওয়া হবে।"
Malobika Biswas