গ্রাহকদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের ঘরে টাকা দিচ্ছে, তবে কেন তারা রসিদ পাবে না টাকা দেওয়ার। রাজ্য জুড়ে দুয়ারে সরকারে আধার লিঙ্ক করতে কোনো টাকা লাগছে না। কিন্তু সোদপুরের ডাকঘর টাকা নিয়ে উপরন্তু কোন রসিদ না দেওয়ায় ক্ষোভে ফুসছে গ্রাহকরা। আবার অনেক গ্রাহক অভিযোগ জানাচ্ছেন তাদেরকে বারে বারে আধার লিঙ্ক রিজেক্ট করে দেওয়ায় বাড়তি টাকা গুনতে ও হচ্ছে। উপরন্তু তারা কোন রসিদ পাচ্ছেন না। তবে টাকা নেবার কথা এবং রসিদ না দেওয়ার কথা স্বীকার করেন পোস্ট মাস্টার নিজেই এবং অন্যান্য ডাক কর্মীরাও।
advertisement
তারা জানাচ্ছেন এটা পুরোটাই APPS এর মাধ্যমেই হচ্ছে। তাই টাকা সরকারের ঘরেই কম্পিটারের মাধ্যমেই জমা হচ্ছে অটো জেনারেটিং সিস্টেমের মাধ্যমে।তবে গ্রাহকরা কেন রসিদ পাচ্ছেন না। তার কোন স্পষ্ট উত্তর নেই ডাকঘর কতৃপক্ষের কাছে। তবে গ্রাহকদের ডাকঘর কতৃপক্ষ কোন রসিদ না দিলে ডাকঘরের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানালেন,পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক মলয় রায়। তার মতে, 'এই করোনাকালে অনেকে কর্মহীন হয়ে পড়েছে সেখানে দাঁড়িয়ে যখন টাকা নেওয়া হচ্ছে তাহলে কেন মিলবেনা রসিদ'। সমস্ত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুরের এই ডাকঘর এলাকায়। গ্রাহকদের আশ্বস্ত করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে ডাকঘর কর্তৃপক্ষ।
রাতুল ব্যানার্জি