এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, "জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন কমিউনিটি মার্কেটে তিরিশ বছরের লিজে লটারির মাধ্যমে দোকান দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। কিন্তু অনেকেই দোকান লিজে নিয়েও দিনের পর দিন সেই দোকান ফেলে রেখেছেন। তাই এবার লিজ নয়, ভাড়ায় দোকান দেওয়া হবে।" এই মুহুর্তে নিউটাউনের একশন এরিয়া ওয়ান এ সাতটি, একশন এরিয়া টু এ তিনটি, এরকম মোট দশটি কমিউনিটি মার্কেট আছে। এদের মধ্যে নিউটাউন স্বপ্ন ভোর সিনিয়র পার্ক, বলাকা আবাসন, প্রাইড হোটেলের কাছে যে কমিউনিটি মার্কেট আছে, সেগুলিতে প্রায় ৮০ শতাংশ দোকান খুব ভাল ভাবে চলছে।
advertisement
ওই বাজার থেকে এলাকার আবাসিকরা তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন। কিন্তু এর বাইরেও বেশ কিছু মার্কেটে এখনও লটারিতে পাওয়া দোকান খোলেননি ব্যবসায়ীরা। ফলে জন সংখ্যা বিচার করে এনকেডিএ কর্তৃপক্ষ যে যে দোকান বণ্টন করেছেন তা না খোলায় সমস্যায় এলাকার আবাসিকরা। একশন এরিয়া টু বি এর মালঞ্চ, টু সি এর আকাঙ্খা আবাসন, টু ডি এর সিটি সেন্টার টু এর কাছে যে কমিউনিটি মার্কেট আছে তাঁর বেশিরভাগ দোকান গুলি আজ বণ্টনের এক বছর পরেও তালাবন্ধ। তাই বন্ধ দোকান চালু করতে এবং সঠিক পেশাদারদের হাতে তুলে দিতে সম্প্রতি বোর্ড মিটিং এ নতুন আইন প্রণয়ন করেছে এনকেডিএ কর্তৃপক্ষ।
কি সেই আইন? এনকেডিএর এক আধিকারিক জানাচ্ছেন, এতদিন কেবল লটারির মাধ্যমেই দোকান বণ্টন করত এনকেডিএ। প্রতি বর্গফুট আট হাজার টাকার বিনিময়ে তিরিশ বছরের জন্য লিজ হিসাবে দিত কর্তৃপক্ষ। এতে একশো বর্গফুটের দোকানের জন্য আট লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ইচ্ছুক ব্যবসায়ীদের। নতুন আইন অনুযায়ী, লিজের পরিবর্তে মাসিক ভাড়া হিসাবে দোকান বণ্টন করা হবে। এগারো মাসের চুক্তি অনুযায়ী এবার থেকে ইচ্ছুক ব্যক্তিদের প্রতি বর্গ ফুটের জন্য মাত্র ৩৪ টাকা করে দিতে হবে। তিন বছরের জন্য দোকান বা স্টল ভাড়া পাওয়া যাবে। এজন্য অগ্রাধিকার দেওয়া হবে জমি হারাদের।
এনকেডিএর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পাথরঘাটার বাসিন্দা তরুণ নস্কর বলেন, "অনেকেই ফ্ল্যাটের মত দোকান লিজ নিয়ে রেখেছে কিন্তু সেগুলো কোন কাজে লাগাচ্ছেন না। দোকনঘর যদি এলাকার ইচ্ছুক ও অভিজ্ঞ ব্যবসায়ীদের ভাড়ায় দেওয়া হয় তবে ক্রেতা-বিক্রেতা উভয়ই উপকৃত হবেন।" বাড়তে পারে কর্মসংস্থানের সুযোগও।
Rudra Narayan Roy